Sunday, January 20, 2013

Transcend এর পেনড্রাইভ ডেড হয়ে গেছে ? NO চিন্তা

Transcend এর পেনড্রাইভ খুলে নিলাম। ওই যে safely remove your hardware …ওসব করে পেনড্রাইভ খোলা  অসহ্য লাগে।

usb পোর্টে পেনড্রাইভ ঢুকালাম।কি ব্যাপার ! আমার পেন ড্রাইভ অটো-ওপেন হয়।কিন্তু কোন option  এল না কেন ? যাহোক কোনো একটা কিছু হয়েছে বোধ হয়। যাকগে My Computer থেকেই ঢুকি। আমার পেনড্রাইভের আইকনে ডাবল ক্লিক করলাম। কীটা মেসেজ দিচ্ছে ? ‘Please insert a disk into Drive M’

পেনড্রাইভটা ডেড হয়েগেছে?
পেন ড্রাইভ ওপেন করলে এরকম দেখাচ্ছে ।তাইতো ?

তুমি প্রথমে  এখান থেক এই সফটওয়্যারটা  ডাউনলোড কর।

এরপর ওটাকে extract  করে নাও ।
Extract করলে তোমার প্রথম কাজ শষ হল।
পেনড্রাইভটা usb তে ঢোকাও। তুমি ঐ সফটওয়্যারটার ওপর ডাবল ক্লিক কর।সফটওয়্যারটা open  হবে।
যদি তোমার পেনড্রাইভ ইনসার্ট করা না থাকে তবে এই মেসেজ দেখাবে।

আর যদি পেনড্রাইভ ইনসার্ট করা থাকে তবে এই মেসেজ আসবে।

এখানে ডিফল্ট হিসাবে 512 M.B করা থাকে।  তুমি তোমার পেনড্রাইভের যে সাইজ সেটা এখান থেকে ঠিক করে দাও।যেমন এই পেনড্রাইভের সাইজ 2 G.B তাই আমি  সিলেক্ট করে দিচ্ছি।এটা যদি ঠিক করে না দাও তবে নানা এরর মেসেজ দেখাতে পারে ,তাই মনে করে সঠিক মাপটা নির্ধারণ করে দিতে হবে।

এরপর এই মেসেজ দিয়ে সার্চিং শুরু হবে।

এরপরে তোমার নিচের মেসেজ আসবে।তুমি প্রথম অপসনRepair drive & erase all data তে টিকচিহ্ন করে দাও এবং নিচের লালবক্স করা জায়গার Start বাটনে ক্লিক কর।তুমি যদি repair drive & keep existing data-তে ক্লিক কর তবে সঠিকভাবে Pendrive রিপেয়ার নাও হতে পারে।তাই এটা সিলেক্ট করার দরকার নেই।
এরপর  নিচে দেখানো মেসেজ আসবে Format in progress …Please Do Not press Exit পেনড্রাইভটাকে ফরম্যাট হতে দাও। ফরম্যাট কমপ্লিট হবার পর Exit বাটনে ক্লিক কর।

এবার পেনড্রাইভটাকে খুলে নাও এবং তারপরে আবার usb পোর্টে গুঁজে দাও, এই দেখ তোমার পেনড্রাইভ আবার আগের মতোই কাজ করছে।
সত্যি পেনড্রাইভ আগের মতো কাজ করছে।

No comments:

Post a Comment