Sunday, January 20, 2013

এবার Iphone 5 এর মত লম্বা ফটো তুলুন আপনার সিম্বিয়ান S60v3,5 মোবাইল দিয়ে


Iphone 5,4,4s মোবাইল এর একটি আকর্ষণীয় ফিচার হচ্ছে ক্যামেরার Panorama mode।পানরামা মোড হচ্ছে লম্বা ফটো তোলার একটি মোড। অর্থাৎ আপনি ১২-২০ বা তাঁর বেশী লোকের ফটো একসঙ্গে তুলতে পারবেন। সাধারণত নোকিয়ার s60v5,s60v3 and s60anna, belle মোবাইল এই মোড টা থাকে না। তাই আমি আপনাদের জন্য এই মোডে ফটো তোলা যায় এমন একটি সফটওয়্যার আপনাদের জন্য নিয়ে এসেছি।

S60v5 এর জন্য এখান থেকে ডাউনলোড করুন।
S60v3 এর জন্য এখান থেকে ডাউনলোড করুন।


এই সফটওয়্যার টা দিয়ে কীভাবে ফটো তুলবেন তাঁর বিস্তারিত টিউটোরিয়াল আমি আপনাদেরকে বলছি। তাঁর আগে দেখেনিন কিছু পানরামা অর্থাৎ লম্বা ফটো ঃ




টিউটোরিয়ালঃ প্রথমে ক্যামেরাটা চালু করুন। তারপরে ক্যামেরা বাটনে প্রেস করে ফটো তুলা শুরু করুন। তারপর নিচের ছবির মতো আপনি মোবাইল নিয়ে ৩৬০ ডিগ্রী ঘুরুন।




তারপর নিচের ছবির মতো অনুসরণ করুন । তাহলে আপনার ফটো সুন্দর হবে।



ভালো লাগলে কমেন্ট করতে ভুলবেন না।
আল্লাই হাফেয।


বিঃদ্রঃ এই টিউনের সব ছবিগুলো http://www.nokiasymbianthemes.com/ থেকে নেয়া হয়েছে।

No comments:

Post a Comment