Sunday, February 3, 2013

কোন সফটওয়্যার ছারাই কম্পিউটার প্রসেসরের নাম বদলে ফেলুন আজীবনের জন্য

আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি একটি জটিল ট্রিকস নিয়ে এর মাধ্যমে আপনি আপনার কম্পিউটার এর প্রসেসর এর নাম চেঞ্জ করতে পারবেন আজীবনের জন্য। মানে যতবার কম্পিউটার চালু করবেন এই ছোট অ্যাপ্লিকেশানটি স্বয়ংক্রিয় ভাবে খুলে যাবে এবং প্রসেসর এর নাম ও চেঞ্জ হয়ে যাবে। তাহলে পরবর্তীতে কেউ আপনাকে সন্দেহ করতে পারবে না যে আসল প্রসসর এর নাম কি। :p
intel-i7-processors
Step 1:-
Notepad খুলুন।
Step 2:-
নিজের কোডিং নোটপ্যাড এ পেস্ট করুন।
[HKEY_LOCAL_MACHINE\HARDWARE\DESCRIPTION\System\CentralProcessor]
“ProcessorNameString”=”My Processor name 50000MHz

কোডিং এর নিচের লাইনের “My Processor name 50000MHz” লিখাতা বদলে আপনার ইচ্ছে মোট একটি নাম দিন। এবার ফাইলটি ওপেন করলেই প্রসেসর এর নাম চেঞ্জ হয়ে যাবে কিন্তু এটি ক্ষণিকের মানে পিসি রিস্টার্ট দিলে আবার চলে যাবে এবার আসুন এটি আজীবনের জন্য করে ফেলি।
Step 3:-
ফাইলটিকে সেভ করুন anyname.reg দিয়ে। তবে অবশ্যই সেভ করার সময় File Type এর ঘরে All সিলেক্ট করে নিবেন।
Step 4:-
Run এ গিয়ে regedit / S “Location of the .reg file” টাইপ করে এন্টার দিন।
যেমনঃ regedit /S “C:\Processor Name.reg”
Step 5:-
এবার ফাইলটি কপি করুন।
Step 6:-
এখানে গিয়ে অই ফাইলটি পেস্ট করুন C:\Documents and Settings\All Users\Start Menu\Programs\Startup এখানে
অথবা
C:\Users\ User-Name\AppData\Roaming\Microsoft\Windows\Start Menu\Programs\Startup এখানে
Step 7:- 
এবার কাজ শেষ সিস্টেম প্রপারটিজ থেকে দেখুন আপনার কম্পিউটার প্রসেসর এর নাম বদল হয়ে গেছে।

মাউসের রাইট মেনুতে নিজের নাম অথবা অ্যাপ্লিকেশান যুক্ত করুন

সালাম সবাইকে আসা করি সবাই ভালো আছেন। আজকে একটি পুরনো টিপস নিয়ে হাজির হয়েছি। আপনি চাইলে খুব সহজে মাউসের রাইট ক্লিক মেনুতে যুক্ত করতে পারেন নিজের নাম অথবা যে কোন অ্যাপ্লিকেশান। এটি আসলে খুব কাজের একটি ট্রিকস কারন মাউসের রাইট পাশে বিভিন্য অ্যাপ্লিকেশান যুক্ত থাকলে দ্রুত কম্পিউটার পরিচালনা করতে পারবেন।
9739878_orig

শুরু করি


1. যে কোন অ্যাপ্লিকেশান অথবা নিজের নাম যুক্ত করা।
নিজের কোডিং গুলো নোটপ্যাড এ কপি করে সেভ এস সেভ করুন anyname.reg
Windows Registry Editor Version 5.00
[HKEY_CLASSES_ROOT\CLSID\{20D04FE0-3AEA-1069-A2D8-08002B30309D}\shell\Registry Editor]
@=”এখনাএ নিজের নাম অথবা অ্যাপ্লিকেশান এর নামটি দিন”
[HKEY_CLASSES_ROOT\CLSID\{20D04FE0-3AEA-1069-A2D8-08002B30309D}\shell\Registry Editor\command]
@=”এখানে সফটওয়্যার এর লোকেশন দিন”
For eg.C:\Program Files\Yahoo!\Messenger\messenger.exe
এবার সেভ করা হয়ে গেলে ফাইলটি ওপেন করলেই কাজ শেষ।
মাউসের রাইট মেনুতে Control Panel অ্যাপ্লিকেশান যুক্ত করা।
[HKEY_LOCAL_MACHINE\SOFTWARE\Classes\CLSID\{20D04FE0-3AEA-1069-A2D8-08002B30309D}\shell\Control Panel\command]
@=”rundll32.exe shell32.dll,Control_RunDLL”
Add/Remove অ্যাপ্লিকেশান যুক্ত করা।
[HKEY_CLASSES_ROOT\CLSID\{20D04FE0-3AEA-1069-A2D8-08002B30309D}\shell\Add/Remove\command]
@=”control appwiz.cpl”
Reboot অপশন যুক্ত করা।
[HKEY_CLASSES_ROOT\CLSID\{20D04FE0-3AEA-1069-A2D8-08002B30309D}\shell\[Reboot]\command]
@=”shutdown -r -f -t 5″
Shutdown অপশন যুক্ত করা।
[HKEY_CLASSES_ROOT\CLSID\{20D04FE0-3AEA-1069-A2D8-08002B30309D}\shell\[Shutdown]\command]
@=”shutdown -s -f -t 5″
প্রতি ফাইল নোটপ্যাড এ সেভ করুন যে কোন নাম দিয়ে এবং সেভ শেষ হলে সেটি ওপেন করলেই কাজ হয়ে যাবে এবং দেখতে পারবেন।