Monday, July 29, 2013

যেকোনো মোবাইল ব্র্যান্ড দিয়েই ফেসবুক স্ট্যাটাস আপডেট করুন

কোনো স্মার্টফোন দিয়ে ফেসবুকে স্ট্যাটাস আপডেট করলে নিচে লেখা থাকে কোন সেট থেকে স্ট্যাটাস দেওয়া হয়েছে। যেমন কেউ যদি Iphone5 থেকে স্ট্যাটাস লেখে তাহলে নিচে লেখা থাকে " Via Iphone5 "। এর মাধ্যমে বোঝা যায় এই স্ট্যাটাস Iphone5 এর মাধ্যমে দেওয়া হয়েছে। আপনার কাছে যদি এসব স্মার্টফোন না থাকে তাও আপনি এসব স্মার্টফোন এর মাধ্যমে স্ট্যাটাস আপডেট করতে পারবেন। শুধু স্মার্টফোনই নয় আরও অন্যান্য জিনিস এর মাধ্যমে স্ট্যাটাস আপডেট করে চমকে দিতে পারেন আপনার বন্ধুদের।

তাহলে দেখুন কিভাবে করবেনঃ 

  • প্রথমে এই লিঙ্কে যান ⋙ http://fbstatusvia.com/
  • সেখানে গেলে বিভিন্ন স্মার্টফোন সহ আরও অন্যান্য জিনিস এর নাম দেখতে পারবেন।
  • যে স্মার্টফোন দিয়ে স্ট্যাটাস আপডেট করতে চান সেই নামে ক্লিক করুন।
  • তাহলে একটা POP UP উইন্ডো আসবে। সেখানে এবার ঐ স্মার্টফোন এর নামে আবার ক্লিক করুন।
  • যদি ফেসবুকে লগইন না করা থাকে তাহলে লগইন করে নিন।
  • তারপর একটা বক্স দেখতে পারবেন। সেখানে আপনার কাঙ্ক্ষিত স্ট্যাটাস লিখে Share - এ ক্লিক করুন।
  • ব্যাস হয়ে গেল। আবার আপনার ফেসবুকে গিয়ে দেখুন হয়ে গেছে। 

Thursday, July 18, 2013

USB ক্যাবলের মাধ্যমে নোকিয়া ফোনের ভুলে যাওয়া Security Code দেখে নিন।



আস্-সালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আজ আমি এই গুরত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করব আশা করছি সবাই উপকৃত হবেন
আমরা অনেকেই নোকিয়া ফোন ব্যবহার করে থাকি। অনেক ক্ষেত্রে নিরাপত্তার কারনে সিকিউরিটি কোডের প্রয়োজন হয়। নোকিয়া তে ডিফল্ডভাবে ১২৩৪৫ সিকিউরিটি কোড দেয়া থাকে। যা আমরা অনেকেই জানি। সুতরাং প্রয়োজন হয় সিকিউরিটি কোডটি পরিবর্তন করার
আমরা যারা এই অপশনস্ টা ব্যাবহার করে থাকি, তারা প্রত্যেকেই সিকিউরিটি কোডটি পরিবর্তন করি। কিন্তু বেশ কিছু দিন পর আমরা সেই সিকিউরিটি কোডটি সহজেই ভুলে যাই। তারপর থেকে শুরু হয় সমস্যার। কোডটি রিসেট করতে অথবা ফ্লাস দিতে যেতে হয় বিভিন্ন মোবাইল সার্ভিসিং পয়েন্টে। গুনতে হয় ৫০-৩০০ টাকা বা তারও বেশী
অথচ, কোন টাকা ছাড়াই আপনার পার্সোনাল কম্পিউটারে একটি সফট্ওয়্যার এর মাধ্যমে আপনি সহজেই এই সমস্যাটির সমাধান করতে পারেন। প্রয়োজন শুধু মাত্র একটি সচল নোকিয়া ক্যাবল
আসুন দেখে নেই কিভাবে আপনি উক্ত কাজটি পুরোপুরি সম্পন্ন করবেন:-
প্রথমে আপনি নিচের লিংক থেকে [ANT]-Simple সফটওয়্যারটি ডাউনলোড করে নিন।
ডাউনলোড [ANT]-Simple
আপনার কম্পিউটারে যদি Pc Suite ইনস্টল থাকে, তাহলে Pc Suite এর প্রোগ্রামটি কে Exit করে দিন, এমনকি Taskbar থেকেও
[ANT]-Simple সফটওয়্যারটি ডাউনলোড শেষ হলে এটাকে Extract করে নিন।
এবং Simple.exe ফাইলটি run করান।
এবার Usb ক্যাবল দিয়ে আপনার মোবাইল কে কম্পিউটারের সাথে যুক্ত করুন। মোবাইলে কানেকশন টাইপ কিন্তু Pc Suite মোডে রাখতে ভুলবেন না যেন
যাইহোক, উক্ত প্রোগ্রামের Main ট্যাব থেকে নিচের Check ক্লিক করুন। তারপর আপনার IMEI number and model সম্পর্কে তথ্য সেখানে দেখতে পাবেন।
যদি না দেখতে পান তাহলে বুঝতে হবে আপনার ফোনটি সঠিকভাবে পিসিতে কানেক্ট পায়নি। অন্য কোন Usb Port লাগিয়ে কানেক্ট করুন।
তারপর নিচের চিত্র অনুযায়ী Normal সিলেক্ট করে Get ক্লিক করুন
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjbZN6V7K5-qqSWCo9AjUVRbgHb743RZJALB4Clkk1MMjUYjyPQfSm5BAJUcfXGdksdHX6qXvQv_d1enCYbf4k1RvPJS_ZlXA5Vg94YHUYLDEnVQKd3XvwCJOcShKAIycMVMWn3Zp0QWPU/s1600/1.jpg
এবার Service ট্যাবে ক্লিক করুন। এবং সেখান থেকে User code এর Get ক্লিক করুন ঠিক নিচের চিত্রটির মত করে
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhYrtvxrrdeCUvHEPty5DC7DNWNkIOx2wTPlNfOhQ8ifvcebFMOEaafn_wiybkSNfNlNrYZMmUKWUESp-J_WHC6Z9pQrWettvfSHA-PTfWHsspbx8wi284xyvakfzFjjtB94Yf2JbH_DPE/s1600/2.jpg
তারপর আপনি অপর অংশে আপনার ভূলে যাওয়া সিকিউরিটি কোডটি দেখতে পাবেন।
আশা করছি বিষয়টি বুঝাতে পেরেছি
পরবর্তী কোন এক পোষ্টে Usb এর সাহায্যে কিভাবে আপনার ফোনকে ফ্লাস করবেন সে বিষয়ে আলোচনা করা হবে
কোন সমস্যা হলে কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে ভুলবেন না যেন। ভালো থাকবেন। আল্লাহ্ হাফেজ

Sunday, February 3, 2013

কোন সফটওয়্যার ছারাই কম্পিউটার প্রসেসরের নাম বদলে ফেলুন আজীবনের জন্য

আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি একটি জটিল ট্রিকস নিয়ে এর মাধ্যমে আপনি আপনার কম্পিউটার এর প্রসেসর এর নাম চেঞ্জ করতে পারবেন আজীবনের জন্য। মানে যতবার কম্পিউটার চালু করবেন এই ছোট অ্যাপ্লিকেশানটি স্বয়ংক্রিয় ভাবে খুলে যাবে এবং প্রসেসর এর নাম ও চেঞ্জ হয়ে যাবে। তাহলে পরবর্তীতে কেউ আপনাকে সন্দেহ করতে পারবে না যে আসল প্রসসর এর নাম কি। :p
intel-i7-processors
Step 1:-
Notepad খুলুন।
Step 2:-
নিজের কোডিং নোটপ্যাড এ পেস্ট করুন।
[HKEY_LOCAL_MACHINE\HARDWARE\DESCRIPTION\System\CentralProcessor]
“ProcessorNameString”=”My Processor name 50000MHz

কোডিং এর নিচের লাইনের “My Processor name 50000MHz” লিখাতা বদলে আপনার ইচ্ছে মোট একটি নাম দিন। এবার ফাইলটি ওপেন করলেই প্রসেসর এর নাম চেঞ্জ হয়ে যাবে কিন্তু এটি ক্ষণিকের মানে পিসি রিস্টার্ট দিলে আবার চলে যাবে এবার আসুন এটি আজীবনের জন্য করে ফেলি।
Step 3:-
ফাইলটিকে সেভ করুন anyname.reg দিয়ে। তবে অবশ্যই সেভ করার সময় File Type এর ঘরে All সিলেক্ট করে নিবেন।
Step 4:-
Run এ গিয়ে regedit / S “Location of the .reg file” টাইপ করে এন্টার দিন।
যেমনঃ regedit /S “C:\Processor Name.reg”
Step 5:-
এবার ফাইলটি কপি করুন।
Step 6:-
এখানে গিয়ে অই ফাইলটি পেস্ট করুন C:\Documents and Settings\All Users\Start Menu\Programs\Startup এখানে
অথবা
C:\Users\ User-Name\AppData\Roaming\Microsoft\Windows\Start Menu\Programs\Startup এখানে
Step 7:- 
এবার কাজ শেষ সিস্টেম প্রপারটিজ থেকে দেখুন আপনার কম্পিউটার প্রসেসর এর নাম বদল হয়ে গেছে।

মাউসের রাইট মেনুতে নিজের নাম অথবা অ্যাপ্লিকেশান যুক্ত করুন

সালাম সবাইকে আসা করি সবাই ভালো আছেন। আজকে একটি পুরনো টিপস নিয়ে হাজির হয়েছি। আপনি চাইলে খুব সহজে মাউসের রাইট ক্লিক মেনুতে যুক্ত করতে পারেন নিজের নাম অথবা যে কোন অ্যাপ্লিকেশান। এটি আসলে খুব কাজের একটি ট্রিকস কারন মাউসের রাইট পাশে বিভিন্য অ্যাপ্লিকেশান যুক্ত থাকলে দ্রুত কম্পিউটার পরিচালনা করতে পারবেন।
9739878_orig

শুরু করি


1. যে কোন অ্যাপ্লিকেশান অথবা নিজের নাম যুক্ত করা।
নিজের কোডিং গুলো নোটপ্যাড এ কপি করে সেভ এস সেভ করুন anyname.reg
Windows Registry Editor Version 5.00
[HKEY_CLASSES_ROOT\CLSID\{20D04FE0-3AEA-1069-A2D8-08002B30309D}\shell\Registry Editor]
@=”এখনাএ নিজের নাম অথবা অ্যাপ্লিকেশান এর নামটি দিন”
[HKEY_CLASSES_ROOT\CLSID\{20D04FE0-3AEA-1069-A2D8-08002B30309D}\shell\Registry Editor\command]
@=”এখানে সফটওয়্যার এর লোকেশন দিন”
For eg.C:\Program Files\Yahoo!\Messenger\messenger.exe
এবার সেভ করা হয়ে গেলে ফাইলটি ওপেন করলেই কাজ শেষ।
মাউসের রাইট মেনুতে Control Panel অ্যাপ্লিকেশান যুক্ত করা।
[HKEY_LOCAL_MACHINE\SOFTWARE\Classes\CLSID\{20D04FE0-3AEA-1069-A2D8-08002B30309D}\shell\Control Panel\command]
@=”rundll32.exe shell32.dll,Control_RunDLL”
Add/Remove অ্যাপ্লিকেশান যুক্ত করা।
[HKEY_CLASSES_ROOT\CLSID\{20D04FE0-3AEA-1069-A2D8-08002B30309D}\shell\Add/Remove\command]
@=”control appwiz.cpl”
Reboot অপশন যুক্ত করা।
[HKEY_CLASSES_ROOT\CLSID\{20D04FE0-3AEA-1069-A2D8-08002B30309D}\shell\[Reboot]\command]
@=”shutdown -r -f -t 5″
Shutdown অপশন যুক্ত করা।
[HKEY_CLASSES_ROOT\CLSID\{20D04FE0-3AEA-1069-A2D8-08002B30309D}\shell\[Shutdown]\command]
@=”shutdown -s -f -t 5″
প্রতি ফাইল নোটপ্যাড এ সেভ করুন যে কোন নাম দিয়ে এবং সেভ শেষ হলে সেটি ওপেন করলেই কাজ হয়ে যাবে এবং দেখতে পারবেন।

Thursday, January 24, 2013

Song By J.gangstaZ (Raper)

Track name- Nacho Bala


artists-J.gangstaZ


1ST VRS-Mc JOhn
2nd vrs-miZta raCKzz


mixing & masterinG -SHS shrabon vc( logical crew


  

Comment : Joss Song Please 1 Time Try

                

                                  Download This Song


আপনি নিজে আপনার মোবাইল চোর ধরুন খুব সহজে

সবাইকে আমার সালাম জানিয়ে শুরু করলাম আমার পোস্ট।মনে করুন আপনার মোবাইল ফোনটা

চুরি হয়ে গেছে।যে আপনার মোবাইল করে নিয়ে গেছে তার কিছুইকরতে পারবেন না? শুধুমাত্র বসে থাকবেন?

আরে ভাই সেই দিন তো এখন আর নেই।আপনি ইচ্ছা করলে তার অনেক কিছুই করতে পারবেন। এজন্য আপনাদের একটা সফ্টওয়্যারটা মোবাইলে ইনস্টল করা থাকতে হবে। এখান থেকে ডাউনলোড করুন।

ইনস্টল করে এন্টি লস্ট এ ঔকে করুন।তারপর আপনার পরিবারের বা বন্ধুর মোবাইল নাম্বর প্রবেশ করান।

আপনার মোবাইলে যতবার সিম পরিবর্তন করা হবে ততবার আপনার দেওয়া মোবাইলে চোরের নাম্বার থেকে

এস এম এস যাবে। প্রমাণ চাইতে চাইলে ইনস্টল করে সিম পরিবর্তন করে দেখুন।

ভাল লাগলে জানাবেন। সমস্যা হলে আমি তো আছিই। পোস্টটি ভাল লাগলে কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের ভাললাগা পরবর্তী পোস্ট করতে অনুপ্রেরণা জাগাবে।

sim লক হয়ে গেছে?

sim লক হয়ে গেছে?


অর্থাত্ sim লাগালে security code খুজতেচে?
কি করবেন?

 

 


ডাক্তারের ...? না এবার
নিজেই নিজের মোবাইল ঠিক
করুন শুধু একটা কোড দিয়
আপনর মোবাইলে*2767*28 -78#
এই কোডটি চাপুন. এবার
মোবাইলটি restart নিবে.
মোবাইলটি অন হলে যদি security code এর
কোন option আসে তাহলে আপনার ইচ্ছা মত যে কোন কোড
দিতে পারেন অথবা 0000(জিরো)
দিয়ে দিন যতবার কোড খুজবে ততবার
এক>ই সংখ্যা দিন.
*2767*2878#এই কোড
এ কাজ না হলে *2767*3855# এই
কোডটা দিয়ে দেখুন.


Sunday, January 20, 2013

মোবাইল টপ-আপ (Recharge) এখন ঘরে বসে।

আস-সালামু-আলাইকুম।
সবাই ভালো আছেন তো? 
আমার ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। 
আজ আপনাদের একটা মজার বিষয় জানাব।হয়তো অনেকেই এই বিষয়ে জানেন।তাই যারা জানেন না।আমিও কিছুদিন আগে জানতাম না। 
দোকানে বার বার যেয়ে মোবাইল এ ব্যালেন্স রিচার্জ এর দিন শেষ।এখন থেকে ঘরে বসে যেকোনো সময় যেকোনো পরিমান রিচার্জ করুন যেকোনো নম্বর এ।আপনার মোবাইল ব্যাংক একাউন্ট mCash থেকে মোবাইল এর ব্যালেন্স রিচার্জ করুন কোনো প্রকার চার্জ ছাড়াই। 
ব্যালেন্স রিচার্জ পদ্ধতি আপনারা নিজে নিজেই বুঝতে পারবেন। 

যাদের mCash নেই তাদের জন্য নিচে বিস্তারিত: 

২৭ ডিসেম্বর থেকে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড দেশে mCash (এম ক্যাশ) মোবাইল ব্যাংকিং সেবা চালু করছে। জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে এ খবর নিশ্চিত করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ। 

গ্রাহককে অধিকতর সুবিধা দিতে এম ক্যাশ সেবা সার্ভিস চালু করল ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। রাজধানীর একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে এ সেবা সার্ভিসের উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মোঃ আবুল কাসেম। 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডেপুটি গভর্নর মোঃ আবুল কাসেম বলেন, বর্তমানে দেশের ২৪ শতাংশ মানুষ ব্যাংকিং সেবার আওতায় এসেছে। ৬০ শতাংশ মানুষ মোবাইল ফোন ব্যবহার করে। এ দেশের ১৬ কোটি মানুষকে ব্যাংকিং সেবার আওতায় আনার জন্য বাংলাদেশ ব্যাংক কাজ করছে। এজন্যই মোবাইল ব্যাংকিং সেবা প্রসারিত করতে উদ্যোগ গ্রহণ করা হয়েছে। 

তিনি ইসলামী ব্যাংক নিজস্ব সফটওয়ারের মাধ্যমে মোবাইল ব্যাংকিং সেবা চালু করায় অভিনন্দন জানান। তিনি বলেন, আমি আশা করি ইসলামী ব্যাংক শীঘ্রই এদেশে মোবাইল ব্যাংকিংয়ের ক্ষেত্রে প্রথম স্থান দখল করবে। 

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ আবদুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক দাসগুপ্ত অসীম কুমার, নির্বাহী কমিটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ ইসকান্দার আলী খান। 

অনুষ্ঠানে ব্যাংকের পরিচালক মমিনুল ইসলাম পাটোয়ারী, অধ্যাপক নজরুল ইসলাম, আব্দুস সালাম এফসিএ, এফসিএস, হুমায়ুন বখতিয়ার, এসিপিএ, এফসিএ উপস্থিত ছিলেন। এতে স্বাগত বক্তব্য দেন ব্যাংকের উপ ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আবুল বাশার এবং শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন রবি আজিয়াতা লিমিটেডের সিএফও মাহতাব উদ্দিন আহমেদ। 

এ সময় ব্যাংকের ও রবি আজিয়াতার উর্ধতন নির্বাহীবৃন্দ ও কর্মকর্তাবৃন্দও উপস্থিত ছিলেন। ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ ইসকান্দার আলী খান বিশেষ অতিথির বক্তব্যে বলেন, আমরা এ দেশের জনগণকে ব্যাংকিং সেবার আওতায় আনতে চাই। 

এজন্য যারা ব্যাংকিং সেবার বাইরে আছে তাদের এম ক্যাশ-এর মাধ্যমে সহজেই ব্যাংকিং সেবা প্রদান করা যাবে। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে ইসলামী ব্যাংক অল্প সময়ের মধ্যেই মোবাইল ব্যাংকিং ও তার শক্তিশালী নেটওয়ার্কের মাধ্যমে জনগণের দোরগোড়ায় ব্যাংকিং সেবা পৌঁছে দিতে পারবে।

এম ক্যাশ-এর সুবিধা সমুহঃ 

দিনে ২৪ ঘন্টা, সপ্তাহে ৭ দিন ও ৩৬৫ দিন ব্যাংকিং সুবিধা 
শাখাবিহীন ব্যাংকিং সুবিধা 
দেশের যেকোন স্থান হতে ব্যাংকিং সেবা গ্রহন সম্ভব 
বিদেশ হতে অল্প সময়ে সরাসরি মোবাইল একাউন্টে অর্থ প্রেরণ 
ব্যাংকিং সুবিধা বঞ্চিতদের জন্য ব্যাংকিং সুবিধা গ্রহনের ব্যবস্থা 
সর্বাধিক ও অধিকতর নিরাপদ ব্যাংকিং ব্যবস্থা 
প্রায় সকল কার্যক্রমে ব্যাংক লেনদেনের সুযোগ সৃস্টি করা 

এম ক্যাশ-এর সেবা সমুহঃ 

স্বল্প সময়ে গ্রাহকের একাউন্ট খোলা 
বিদেশ হতে অর্থ প্রেরণ ও গ্রহণ 
নগদ টাকা জমা 
নগদ টাকা উত্তোলন 
এক একাউন্ট হতে অন্য একাউন্টে অর্থ স্থানান্তর 
একাউন্টের ব্যালান্স জানা 
বেতন/ভাতা প্রেরণ ও গ্রহণ 
মোবাইল টপ-আপ (রিচার্জ) 
পণ্য ক্রয়-বিক্রয় 
যেকোন মোবাইল ফোন ও সিম ব্যবহার করে এই সুবিধা গ্রহণ 
শুধুমাত্র ২০ টাকা জমা দিয়েই একাউন্ট খোলা যায় 
ব্যাংকের অন্যান্য একাউন্টের সাথে লেনদেনের (জমা, উত্তোলণ, হস্তান্তর) ব্যবস্থা 

এম ক্যাশ-এর একাউন্ট খোলা ও লেনদেনঃ 

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ মনোনীত যেকোন এজেন্ট, ব্যাংকের যেকোন শাখা এবং এম ক্যাশ চুক্তিবদ্ধ মোবাইল ফোন কোম্পানী কর্তৃক মনোনীত যেকোন এজেন্ট এর কাছে একাউন্ট খোলা ও লেনদেন করা যাবে। এজেন্টের কাছে খোলার ফরম পাওয়া যাবে। 
এই একাউন্ট খোলার ফরম পূরণ করে ২০ টাকা জমা দিয়ে একাউন্ট খোলা যাবে। 

এম ক্যাশ-এ একাউন্ট খোলার জন্য যা লাগবেঃ 

১ কপি পাসপোর্ট সাইজের ছবি 
জাতীয় পরিচয় পত্র/ নাগরিক সনদ পত্র/ ড্রাইভিং লাইসেন্স/ পাসপোর্ট এর ফটোকপি 
এজেন্ট/ কর্মকর্তা গ্রাহকের তথ্যাবলীর মাধ্যমে গ্রাহকের মোবাইল একাউন্ট খুলবেন এবং গ্রাহকের মোবাইলে সাথে সাথে একটি SMS যাবে। 
গ্রাহকের মোবাইল নাম্বারটির সাথে একটি Cheek ডিজিট যুক্ত হয়ে মোট ১২ সংখ্যার একটি মোবাইল একাউন্ট হবে। 
এরপর গ্রাহকের মোবাইল ফোনে একটি ফোন আসবে এবং গ্রাহককে গোপন ৪ ডিজিটের PIN দিতে বলবে। গ্রাহক তার নিজসব চার ডিজিটের 
PIN দিবেন এবং এই PIN ই পরবর্তীতে তার লেনদেনের জন্য গোপন PIN হিসেবে কাজ করবে। এই অবস্থায় গ্রাহক তার মোবাইল 
একাউন্টে টাকা জমা দিতে পারবে। 

এম ক্যাশ-এ মোবাইল একাউন্টে লেনদেনের সীমাঃ 

দৈনিক জমা : সর্ব্বোচ্চ ৫ বার 
দৈনিক উত্তোলন : সর্ব্বোচ্চ ৫ বার 
দৈনিক অর্থ স্থানান্তর : সর্ব্বোচ্চ ১০ বার 
দৈনিক জমার পরিমাণ : ৫০-২৫,০০০ টাকা 
দৈনিক উত্তোলণের পরিমাণ : ৫০-২৫,০০০ টাকা 
দৈনিক স্থানান্তরের পরিমাণ : ১০-৫,০০০ টাকা 
মাসিক মোট জমা : সর্ব্বোচ্চ ৩০ বার 
মাসিক মোট উত্তোলন : সর্ব্বোচ্চ ১৫ বার 
মাসিক মোট অর্থ স্থানান্তর : সর্ব্বোচ্চ ১০০ বার 
মাসিক জমার পরিমাণ : ৩,০০,০০০ টাকা 
মাসিক উত্তোলণের পরিমাণ : ১,৫০,০০০ টাকা 
মাসিক স্থানান্তরের পরিমাণ : ১,০০,০০০ টাকা 

মোবাইল একাউন্টে লেনদেনের সার্ভিস চার্জঃ 

একাউন্ট খোলাঃ ফ্রি 
বৈদেশিক অর্থ জমাঃ ফ্রি 
বেতন ভাতা গ্রহনঃ ফ্রি 
মোবাইল টপ-আপ (রিচার্জ)- ফ্রি 
একাউন্ট ব্যালান্স চেকঃ ফ্রি 
অর্থ জমাঃ ফ্রি 
অর্থ উত্তোলনঃ ১০-১০০০ টাকা পর্যন্ত ১০ টাকা ১০০১-২৫,০০০ টাকা পর্যন্ত ১% হারে 
মার্চেন্ট পেমেন্টঃ ফ্রি 

IDM patcher দিয়ে IDM ব্যবহার করুন lifetime। আপডেট ও করতে পারবেন


Internet Download Manager বা IDM সম্পকে নতুন করে কিছু বলার দরকার নেয়। এটা যেহুতু ফ্রী সফটওয়্যার নয় তাই আমারা  crack এটা ব্যাবহার করি। কি সমস্যা হল IDM খুব বেশি আপডেট হয় এবং আপডেট করলে crack আর কাজ করে না। এই সমস্যা থেকে মুক্তি পেতে IDM patcher ব্যাবহার করতে পারেন। এটা ব্যাবহার খুব সহজ। যখন আপডেট করবেন তখন IDM patcher ওপেন করে IDM আপডেট করুন। আপডেট এর পরে আবার path করে আবার নিশ্ছিন্তে IDM ব্যাবহার করুন। এটা থাকলে আপনার Internet Download Manager নিয়ে সারাজীবন আর কনো টেনশন থাকবেনা। Mediafire লিঙ্ক দিলাম তারাতারি ডাউনলোড করে নিন রিমুভ করার আগে ;-) । কোন সমস্যা হলে জানাবেন। ধন্যবাদ।

বাংলাদেশে সরকারি মেডিকেল কলেজে ভর্তির শেষ সুযোগ

রাজধানী ঢাকার মিরপুর ১৩ তে অবস্থিত সরকারি ইউনানী ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ-হাসপাতালে ৬ বছর মেয়াদী(৫ বছর  অ্যাকাডেমিক+ ১ বছর ইন্টার্নশীপ )২০১৩ সালের ১ম বষBUMS/BAMS ভর্তিচ্ছু শিক্ষার্থীদের অনলাইনে ভর্তি আবেদনের শেষ তারিখ চলতি মাসের ২২ তারিখে শেষ হবে। ভর্তিচ্ছু শিক্ষার্থীদের আগামী ২২ জানুয়ারী রাত ১২ টার মধ্যে অনলাইনে ফরম পুরণ করার জন্য বলা হয়েছে। অনলাইনে ফরম পুরণের জন্য ভিজিট করুনhttp://www.dghs.gov.bd  BAMS (Bachelor of Ayurvedic Medicine & Surgery) ও BUMS (Bachelor of Unani Medicine & Surgery) বিভাগে ২৫ জন করে মোট ৫০ জন ছাত্র-ছাত্রী ভর্তির সুযোগ পাবে। ভর্তিচ্ছুকে অবশ্যই বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি ও এইচএসসি পাশ হতে হবে। এবং দুটি পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে ৮.০০ হতে হবে। এছাড়াও এককভাবে কোন পরীক্ষায় জিপিএ ৩.৫০ এর কম হলে আবেদনযোগ্য হবে না।
এবারই প্রথম অনলাইনের মাধ্যমে এ কলেজে ভর্তি পরীক্ষার সকল কার্যক্রম অনুষ্ঠিত হচ্ছে। বাংলাদেশের একমাত্র সরকারি ইউনানী ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ এটি। এখানে MBBS ও BDS এর মতো ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই কলেজ থেকে পাশ করলে চাকুরির অনিশ্চয়তায় ভোগার সম্ভাবনা নেই। ১৯৯৯ সালে বর্তমান সরকারের আমলে ৩০ জন মেডিকেল অফিসারের চাকুরি হয়। তারা এখন দেশের বিভিন্ন জেলা সদর হাসপাতালে মেডিকেল অফিসার হিসেবে দায়িত্বরত রয়েছেন। এখান থেকে পাশ করার পর বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য দেশেও এমএস, এমফিল, পিএইচডি করার সুযোগ রয়েছে। বর্তমানে সকল এলোপ্যাথিক কোম্পানী Herbal/Natural Medicine তৈরীর দিকে ঝুঁকে পড়ছে। এসব কোম্পানীগুলোর প্রডাকশন অফিসার হিসেবে এই কলেজ থেকে পাশকৃতরাই কর্মরত আছেন। বর্তমান বিশ্ব হারবালের দিকেই ঝুঁকে চলেছে।এছাড়া ও ররতমানে বাংলাদেশের প্রতে্যকটি উপজেলা হাসপাতালে একজন করে BUMS/BAMS ডাক্তারের নিয়োগটি চূড়ান্ত ধাপে রয়েছে ।
উল্লেখ্য প্রাকৃতিক সৌন্দর্যমন্ডিত এই ক্যাম্পাসে ছেলে ও মেয়েদের আবাসনের জন্য জন্য পৃথক হোষ্টেল রয়েছে ।এছাড়াও পড়াশোনা শেষে  ইন্টার্নশীপ এর সময় সরকারিভাবে ভাতাও(বর্তমানে 10000/Month) দেয়া হয় ।
মেডিকেলে পড়ার আজন্ন লালিত স্বপ্ন যারা যেকোন কারনে পুরণ করতে পারেননি সেসকল হতভাগাদের জন্য আমার এই টিউন । যদি কারও উপকারে আসে তাহলে COMMENT করতে ভুলবেন না ।
ভর্তির ব্যাপারে বিস্তারিত DG Health এর Website এ: 1.  dghs.gov.bd  এবং 2.   http://dghs.teletalk.com.bd/


            ফরম সংগ্রহের শেষ তারিখ ২২ জানুয়ারী

চায়না সেটের গোপন কোড 2


বর্তমানে মোবাইল মার্কেটে গেলে চায়না সেটের বেশ সমারহ দেখা যায় যা সহজেই আমাদের দৃষ্টি কারে এছাড়া চায়না সেটের ব্যবহার ও অনেক বেড়ে গেছে কারন হিসেবে দেখা যায় অপেক্ষাকৃত কম দামে অনেক বেশি ফিচার সমৃদ্ধ ও দৃষ্টি নান্দনিক সেট পাওয়া যায়।তাই আমরা সহজেই এই সমস্ত সেটের প্রেমে পরে কিনে ফেলি,সঠিক ভাবে অপারেট করতে না পারায় ফাংশনে অনেক সমস্যা হয় এতে সেটের সাভাবিক কর্যক্রমে বাধার সৃষ্টি হয়।
আমরা সহজেই এই বাধা থেকে নিচের কোডের মাধ্যমে মুক্তি পেতে পারি
Service codes "Chinese" models:
default user code: 1122, 3344, 1234, 5678
Engineer mode: *#110*01#
Factory mode: *#987#
Enable test mode COM port: *#110*01# -> Device -> Set UART -> PS Config -> UART1/115200
Restore factory settings: *#987*99#
LCD contrast: *#369#
software version: *#800#
software version: *#900#
Service codes BenQ:
software version: *#300#
test mode: *#302*20040615#
Service codes Pantech:
software version: *01763*79837#
service menu: *01763*476#
reset defaults (phone/user code reset to default): *01763*737381#
Service codes VK-Mobile 3xx, 5xx:
software version: *#79#
software version: *#837#
service menu: *#85*364# (hold #)
Service codes VK200, VK2000, VK2010, VK2020, VK4000:
software version: *#79#
service menu: *#9998*8336# (hold #)
reset defaults (phone/user code reset to default): *#9998*7328# (hold #)
Service codes LG:
software version: 2945#*#
Service codes Sony-Ericsson:
J100 software version: #82#
Service codes Fly:
M100 software version: ####0000#
2040(i) reset defaults: *#987*99# Send
MX200 reset defaults: *#987*99# Send
MX200 software version: *#900# Send
SL300m reset defaults: *#987*99# Send
SL300m software version: *#900# Send
SL500m reset defaults: *#987*99# Send
SL500m software version: *#900# Send
MP500 reset defaults: *#987*99# Send
MP500 software version: *#900# Send
Set language to English: *#0044#
Set language to Russian: *#0007#
Service codes Konka:
C926 software version: *320# Send
C926 set default language: *#0000# Send
C926 set English language: *#0044# Send
Service codes GStar:
GM208 (Chinese Nokea 6230+) engineering menu: *#66*#
Set language to English: *#0044#
Set language to Russian: *#0007#
Service codes Motorola:
Motofone F3 software version: **9999* Send
C113, C114, C115, C115i, C116, C117, C118 software version: #02#*
C138, C139, C140 software version: #02#*
C155, C156, C157 software version: #02#*
C257, C261 software version: #02#*
V171, V172, V173 software version: #02#*
V175, V176, V176 software version: #02#*
C168, W220 software version: *#**837#
W208, W375 software version: #02#*

সকল চায়না মোবাইল এর গোপন কোড

All Chinese mobile phone Secret Codes:
*#66*# Set Factory Mode CONFIRMED
*#8375# Show Software Version CONFIRMED*#1234# A2DP ACP Mode CONFIRMED*#1234# A2DP INT Mode CONFIRMED*#0000# + Send : Set Default Language CONFIRMED*#0007# + Send : Set Language to Russian CONFIRMED*#0033# + Send : Set Language to French CONFIRMED*#0034# + Send : Set Language to Spanish CONFIRMED*#0039# + Send : Set Language to Italian CONFIRMED*#0044# + Send : Set Language to English CONFIRMED*#0049# + Send : Set Language to German CONFIRMED*#0066# + Send : Set Language to Thai CONFIRMED*#0084# + Send : Set Language to Vietnamese CONFIRMED*#0966# + Send : Set Language to Arabic CONFIRMED*#800# make Etel E10 model displaying message BT power on. But on display it dont resemble the blutooth power on icon.(actually t makes BT stuck, but after restarting t becomes normaly me>)
*#77218114#
*#881188#
*#94267357#
*#9426*357#
*#19912006#
*#118811#
*#3646633#
C926 software version: *320# Send
C926 set default language: *#0000# Send
C926 set English language: *#0044# Send
GM208 (Chinese Nokea 6230+) engineering menu: *#66*#
Set language to English: *#0044#
Set language to Russian: *#0007#
2- PHONE WILL DIPLAYED DONE
3- POWER OFF YOUR PHONE AND POWER ON AGAIN
alcatel:>E205
unlocking phone code,only press***847# without simcard
E900 software version: *#5002*8376263#
E900 full reset: *2767*3855#
S404 enable COM port: *#42253646633# -> Device -> Set UART -> PS -> UART1/115200
S410 engineer mode: *#3646633#
S900 software version: *#8375#
S900 serial no: *#33778#
S200 enable COM port: *#3338913# -> Device -> Set UART -> PS -> UART1/115200
default user code: 1122, 3344, 1234, 5678
Engineer mode: *#110*01#
Factory mode: *#987#
Enable COM port: *#110*01# -> Device -> Set UART -> PS Config -> UART1/115200
Restore factory settings: *#987*99#
LCD contrast: *#369#
software version: *#800#
software version: *#900#
software version: *#300#
test mode: *#302*20040615#
software version: *01763*79837#
service menu: *01763*476#
reset defaults (phone/user code reset to default): *01763*737381#
software version: *#79#
software version: *#837#
service menu: *#85*364# (hold #)
software version: *#79#
service menu: *#9998*8336# (hold #)
reset defaults (phone/user code reset to default): *#9998*7328# (hold #)
software version: 2945#*#
KG300 NVRAM format: 2945#*# -> menu 15
J100 software version: #82#
M100 software version: ####0000#
2040(i) reset defaults: *#987*99# Send
MX200 reset defaults: *#987*99# Send
MX200 software version: *#900# Send
SL300m reset defaults: *#987*99# Send
SL300m software version: *#900# Send
SL500m reset defaults: *#987*99# Send
SL500m software version: *#900# Send
MP500 reset defaults: *#987*99# Send
MP500 software version: *#900# Send
Set language to English: *#0044#
Set language to Russian: *#0007#
C926 software version: *320# Send
C926 set default language: *#0000# Send
C926 set English language: *#0044# Send
GM208 (Chinese Nokea 6230+) engineering menu: *#66*#
Set language to English: *#0044#
Set language to Russian: *#0007#
Motofone F3 software version: **9999* Send
***300* Set SIM Pin
***310* / ***311* SIM Pin ON | OFF
***000* Reset Factory settings
***644* Set Voicemail number
***260* / ***261* Auto keypad lock ON | OFF
***510* / ***511* Voice Prompts ON | OFF
***160* / ***161* Restricted Calling (Phonebook only) ON | OFF
***200608* Send: software version
***200606* Send: software version
***200806* Send: flex version
***250* / ***251* Keypad tones ON | OFF
***470* Select time format
***500* /***501* Prepaid Balance Display ON | OFF
***520* Change language
C113, C114, C115, C115i, C116, C117, C118 software version: #02#*
C138, C139, C140 software version: #02#*
C155, C156, C157 software version: #02#*
C257, C261 software version: #02#*
V171, V172, V173 software version: #02#*
V175, V176, V176 software version: #02#*
C168, W220 software version: *#**837#
W208, W375 software version: #02#*
and "yes"''
- Set full factory *741*737381#
- Set full factory *741*7373868#
- Set full factory *741*2878#
- Set Engineer Mode *888*888#
- Check software version *888*837#
- Check software version #*888#
- Check software version *0*4636#
- Test Mode *0*6268#
- Check software version #*878#
- Check software version *1222*1#
- Check software version *#159#
- Set Factory Mode *#32787#
- Set Engineer Mode *#3646633#
- Set Engineer Mode ***503#
- Set Factory Mode ***504#
- Set Auto Test ***505#
- Set Factory Mode *#66*#
- Check software version *68*48#
- Set full factory *789#
- Test Mode *#789#
- Check software version *#8375#
- Set Factory Mode 878
- Check software version *#22#
- Test Mode *23638777*783781#
- Check software version *201206*4636#

More codes to reset chinese mobile phone
also found these
Service codes Konka:
Service codes GStar:
ZTE Mobile:>1- *938*737381#
Service codes Spice:
Service codes Philips:
Service codes "Chinese" models:
Service codes BenQ:
Service codes Pantech:
Service codes VK-Mobile **x, 5xx:
Service codes VK200, VK2000, VK2010, VK2020, VK4000:
Service codes LG:
Service codes Sony-Ericsson:
Service codes Fly:
Service codes Konka:
Service codes GStar:
Service codes Motofone-F3:
Service codes Motorola:
I-mobile Inno30, 55, 89, 90, 99, 100, A10, A20, P10, Vk200
I-mobile 100 ,200 , 313
I-mobile 309, 310
I-mobile 311
I-mobile 511
I-mobile 301, 302,308, 508, 601, 602, 603, 604, 606, 611, 901, 902
I-mobile 503, 506, 605, 600, 607, 608
I-mobile 509, 612
I-mobile 504, 505, 803
I-mobile 305, 306, 315, 510, 609, 609i,516
I-mobile 610
I-mobile J101, J102
I-mobile 502, 502i, 505, k9, 802