Thursday, January 24, 2013

Song By J.gangstaZ (Raper)

Track name- Nacho Bala


artists-J.gangstaZ


1ST VRS-Mc JOhn
2nd vrs-miZta raCKzz


mixing & masterinG -SHS shrabon vc( logical crew


  

Comment : Joss Song Please 1 Time Try

                

                                  Download This Song


আপনি নিজে আপনার মোবাইল চোর ধরুন খুব সহজে

সবাইকে আমার সালাম জানিয়ে শুরু করলাম আমার পোস্ট।মনে করুন আপনার মোবাইল ফোনটা

চুরি হয়ে গেছে।যে আপনার মোবাইল করে নিয়ে গেছে তার কিছুইকরতে পারবেন না? শুধুমাত্র বসে থাকবেন?

আরে ভাই সেই দিন তো এখন আর নেই।আপনি ইচ্ছা করলে তার অনেক কিছুই করতে পারবেন। এজন্য আপনাদের একটা সফ্টওয়্যারটা মোবাইলে ইনস্টল করা থাকতে হবে। এখান থেকে ডাউনলোড করুন।

ইনস্টল করে এন্টি লস্ট এ ঔকে করুন।তারপর আপনার পরিবারের বা বন্ধুর মোবাইল নাম্বর প্রবেশ করান।

আপনার মোবাইলে যতবার সিম পরিবর্তন করা হবে ততবার আপনার দেওয়া মোবাইলে চোরের নাম্বার থেকে

এস এম এস যাবে। প্রমাণ চাইতে চাইলে ইনস্টল করে সিম পরিবর্তন করে দেখুন।

ভাল লাগলে জানাবেন। সমস্যা হলে আমি তো আছিই। পোস্টটি ভাল লাগলে কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের ভাললাগা পরবর্তী পোস্ট করতে অনুপ্রেরণা জাগাবে।

sim লক হয়ে গেছে?

sim লক হয়ে গেছে?


অর্থাত্ sim লাগালে security code খুজতেচে?
কি করবেন?

 

 


ডাক্তারের ...? না এবার
নিজেই নিজের মোবাইল ঠিক
করুন শুধু একটা কোড দিয়
আপনর মোবাইলে*2767*28 -78#
এই কোডটি চাপুন. এবার
মোবাইলটি restart নিবে.
মোবাইলটি অন হলে যদি security code এর
কোন option আসে তাহলে আপনার ইচ্ছা মত যে কোন কোড
দিতে পারেন অথবা 0000(জিরো)
দিয়ে দিন যতবার কোড খুজবে ততবার
এক>ই সংখ্যা দিন.
*2767*2878#এই কোড
এ কাজ না হলে *2767*3855# এই
কোডটা দিয়ে দেখুন.


Sunday, January 20, 2013

মোবাইল টপ-আপ (Recharge) এখন ঘরে বসে।

আস-সালামু-আলাইকুম।
সবাই ভালো আছেন তো? 
আমার ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। 
আজ আপনাদের একটা মজার বিষয় জানাব।হয়তো অনেকেই এই বিষয়ে জানেন।তাই যারা জানেন না।আমিও কিছুদিন আগে জানতাম না। 
দোকানে বার বার যেয়ে মোবাইল এ ব্যালেন্স রিচার্জ এর দিন শেষ।এখন থেকে ঘরে বসে যেকোনো সময় যেকোনো পরিমান রিচার্জ করুন যেকোনো নম্বর এ।আপনার মোবাইল ব্যাংক একাউন্ট mCash থেকে মোবাইল এর ব্যালেন্স রিচার্জ করুন কোনো প্রকার চার্জ ছাড়াই। 
ব্যালেন্স রিচার্জ পদ্ধতি আপনারা নিজে নিজেই বুঝতে পারবেন। 

যাদের mCash নেই তাদের জন্য নিচে বিস্তারিত: 

২৭ ডিসেম্বর থেকে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড দেশে mCash (এম ক্যাশ) মোবাইল ব্যাংকিং সেবা চালু করছে। জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে এ খবর নিশ্চিত করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ। 

গ্রাহককে অধিকতর সুবিধা দিতে এম ক্যাশ সেবা সার্ভিস চালু করল ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। রাজধানীর একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে এ সেবা সার্ভিসের উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মোঃ আবুল কাসেম। 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডেপুটি গভর্নর মোঃ আবুল কাসেম বলেন, বর্তমানে দেশের ২৪ শতাংশ মানুষ ব্যাংকিং সেবার আওতায় এসেছে। ৬০ শতাংশ মানুষ মোবাইল ফোন ব্যবহার করে। এ দেশের ১৬ কোটি মানুষকে ব্যাংকিং সেবার আওতায় আনার জন্য বাংলাদেশ ব্যাংক কাজ করছে। এজন্যই মোবাইল ব্যাংকিং সেবা প্রসারিত করতে উদ্যোগ গ্রহণ করা হয়েছে। 

তিনি ইসলামী ব্যাংক নিজস্ব সফটওয়ারের মাধ্যমে মোবাইল ব্যাংকিং সেবা চালু করায় অভিনন্দন জানান। তিনি বলেন, আমি আশা করি ইসলামী ব্যাংক শীঘ্রই এদেশে মোবাইল ব্যাংকিংয়ের ক্ষেত্রে প্রথম স্থান দখল করবে। 

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ আবদুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক দাসগুপ্ত অসীম কুমার, নির্বাহী কমিটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ ইসকান্দার আলী খান। 

অনুষ্ঠানে ব্যাংকের পরিচালক মমিনুল ইসলাম পাটোয়ারী, অধ্যাপক নজরুল ইসলাম, আব্দুস সালাম এফসিএ, এফসিএস, হুমায়ুন বখতিয়ার, এসিপিএ, এফসিএ উপস্থিত ছিলেন। এতে স্বাগত বক্তব্য দেন ব্যাংকের উপ ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আবুল বাশার এবং শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন রবি আজিয়াতা লিমিটেডের সিএফও মাহতাব উদ্দিন আহমেদ। 

এ সময় ব্যাংকের ও রবি আজিয়াতার উর্ধতন নির্বাহীবৃন্দ ও কর্মকর্তাবৃন্দও উপস্থিত ছিলেন। ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ ইসকান্দার আলী খান বিশেষ অতিথির বক্তব্যে বলেন, আমরা এ দেশের জনগণকে ব্যাংকিং সেবার আওতায় আনতে চাই। 

এজন্য যারা ব্যাংকিং সেবার বাইরে আছে তাদের এম ক্যাশ-এর মাধ্যমে সহজেই ব্যাংকিং সেবা প্রদান করা যাবে। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে ইসলামী ব্যাংক অল্প সময়ের মধ্যেই মোবাইল ব্যাংকিং ও তার শক্তিশালী নেটওয়ার্কের মাধ্যমে জনগণের দোরগোড়ায় ব্যাংকিং সেবা পৌঁছে দিতে পারবে।

এম ক্যাশ-এর সুবিধা সমুহঃ 

দিনে ২৪ ঘন্টা, সপ্তাহে ৭ দিন ও ৩৬৫ দিন ব্যাংকিং সুবিধা 
শাখাবিহীন ব্যাংকিং সুবিধা 
দেশের যেকোন স্থান হতে ব্যাংকিং সেবা গ্রহন সম্ভব 
বিদেশ হতে অল্প সময়ে সরাসরি মোবাইল একাউন্টে অর্থ প্রেরণ 
ব্যাংকিং সুবিধা বঞ্চিতদের জন্য ব্যাংকিং সুবিধা গ্রহনের ব্যবস্থা 
সর্বাধিক ও অধিকতর নিরাপদ ব্যাংকিং ব্যবস্থা 
প্রায় সকল কার্যক্রমে ব্যাংক লেনদেনের সুযোগ সৃস্টি করা 

এম ক্যাশ-এর সেবা সমুহঃ 

স্বল্প সময়ে গ্রাহকের একাউন্ট খোলা 
বিদেশ হতে অর্থ প্রেরণ ও গ্রহণ 
নগদ টাকা জমা 
নগদ টাকা উত্তোলন 
এক একাউন্ট হতে অন্য একাউন্টে অর্থ স্থানান্তর 
একাউন্টের ব্যালান্স জানা 
বেতন/ভাতা প্রেরণ ও গ্রহণ 
মোবাইল টপ-আপ (রিচার্জ) 
পণ্য ক্রয়-বিক্রয় 
যেকোন মোবাইল ফোন ও সিম ব্যবহার করে এই সুবিধা গ্রহণ 
শুধুমাত্র ২০ টাকা জমা দিয়েই একাউন্ট খোলা যায় 
ব্যাংকের অন্যান্য একাউন্টের সাথে লেনদেনের (জমা, উত্তোলণ, হস্তান্তর) ব্যবস্থা 

এম ক্যাশ-এর একাউন্ট খোলা ও লেনদেনঃ 

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ মনোনীত যেকোন এজেন্ট, ব্যাংকের যেকোন শাখা এবং এম ক্যাশ চুক্তিবদ্ধ মোবাইল ফোন কোম্পানী কর্তৃক মনোনীত যেকোন এজেন্ট এর কাছে একাউন্ট খোলা ও লেনদেন করা যাবে। এজেন্টের কাছে খোলার ফরম পাওয়া যাবে। 
এই একাউন্ট খোলার ফরম পূরণ করে ২০ টাকা জমা দিয়ে একাউন্ট খোলা যাবে। 

এম ক্যাশ-এ একাউন্ট খোলার জন্য যা লাগবেঃ 

১ কপি পাসপোর্ট সাইজের ছবি 
জাতীয় পরিচয় পত্র/ নাগরিক সনদ পত্র/ ড্রাইভিং লাইসেন্স/ পাসপোর্ট এর ফটোকপি 
এজেন্ট/ কর্মকর্তা গ্রাহকের তথ্যাবলীর মাধ্যমে গ্রাহকের মোবাইল একাউন্ট খুলবেন এবং গ্রাহকের মোবাইলে সাথে সাথে একটি SMS যাবে। 
গ্রাহকের মোবাইল নাম্বারটির সাথে একটি Cheek ডিজিট যুক্ত হয়ে মোট ১২ সংখ্যার একটি মোবাইল একাউন্ট হবে। 
এরপর গ্রাহকের মোবাইল ফোনে একটি ফোন আসবে এবং গ্রাহককে গোপন ৪ ডিজিটের PIN দিতে বলবে। গ্রাহক তার নিজসব চার ডিজিটের 
PIN দিবেন এবং এই PIN ই পরবর্তীতে তার লেনদেনের জন্য গোপন PIN হিসেবে কাজ করবে। এই অবস্থায় গ্রাহক তার মোবাইল 
একাউন্টে টাকা জমা দিতে পারবে। 

এম ক্যাশ-এ মোবাইল একাউন্টে লেনদেনের সীমাঃ 

দৈনিক জমা : সর্ব্বোচ্চ ৫ বার 
দৈনিক উত্তোলন : সর্ব্বোচ্চ ৫ বার 
দৈনিক অর্থ স্থানান্তর : সর্ব্বোচ্চ ১০ বার 
দৈনিক জমার পরিমাণ : ৫০-২৫,০০০ টাকা 
দৈনিক উত্তোলণের পরিমাণ : ৫০-২৫,০০০ টাকা 
দৈনিক স্থানান্তরের পরিমাণ : ১০-৫,০০০ টাকা 
মাসিক মোট জমা : সর্ব্বোচ্চ ৩০ বার 
মাসিক মোট উত্তোলন : সর্ব্বোচ্চ ১৫ বার 
মাসিক মোট অর্থ স্থানান্তর : সর্ব্বোচ্চ ১০০ বার 
মাসিক জমার পরিমাণ : ৩,০০,০০০ টাকা 
মাসিক উত্তোলণের পরিমাণ : ১,৫০,০০০ টাকা 
মাসিক স্থানান্তরের পরিমাণ : ১,০০,০০০ টাকা 

মোবাইল একাউন্টে লেনদেনের সার্ভিস চার্জঃ 

একাউন্ট খোলাঃ ফ্রি 
বৈদেশিক অর্থ জমাঃ ফ্রি 
বেতন ভাতা গ্রহনঃ ফ্রি 
মোবাইল টপ-আপ (রিচার্জ)- ফ্রি 
একাউন্ট ব্যালান্স চেকঃ ফ্রি 
অর্থ জমাঃ ফ্রি 
অর্থ উত্তোলনঃ ১০-১০০০ টাকা পর্যন্ত ১০ টাকা ১০০১-২৫,০০০ টাকা পর্যন্ত ১% হারে 
মার্চেন্ট পেমেন্টঃ ফ্রি 

IDM patcher দিয়ে IDM ব্যবহার করুন lifetime। আপডেট ও করতে পারবেন


Internet Download Manager বা IDM সম্পকে নতুন করে কিছু বলার দরকার নেয়। এটা যেহুতু ফ্রী সফটওয়্যার নয় তাই আমারা  crack এটা ব্যাবহার করি। কি সমস্যা হল IDM খুব বেশি আপডেট হয় এবং আপডেট করলে crack আর কাজ করে না। এই সমস্যা থেকে মুক্তি পেতে IDM patcher ব্যাবহার করতে পারেন। এটা ব্যাবহার খুব সহজ। যখন আপডেট করবেন তখন IDM patcher ওপেন করে IDM আপডেট করুন। আপডেট এর পরে আবার path করে আবার নিশ্ছিন্তে IDM ব্যাবহার করুন। এটা থাকলে আপনার Internet Download Manager নিয়ে সারাজীবন আর কনো টেনশন থাকবেনা। Mediafire লিঙ্ক দিলাম তারাতারি ডাউনলোড করে নিন রিমুভ করার আগে ;-) । কোন সমস্যা হলে জানাবেন। ধন্যবাদ।

বাংলাদেশে সরকারি মেডিকেল কলেজে ভর্তির শেষ সুযোগ

রাজধানী ঢাকার মিরপুর ১৩ তে অবস্থিত সরকারি ইউনানী ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ-হাসপাতালে ৬ বছর মেয়াদী(৫ বছর  অ্যাকাডেমিক+ ১ বছর ইন্টার্নশীপ )২০১৩ সালের ১ম বষBUMS/BAMS ভর্তিচ্ছু শিক্ষার্থীদের অনলাইনে ভর্তি আবেদনের শেষ তারিখ চলতি মাসের ২২ তারিখে শেষ হবে। ভর্তিচ্ছু শিক্ষার্থীদের আগামী ২২ জানুয়ারী রাত ১২ টার মধ্যে অনলাইনে ফরম পুরণ করার জন্য বলা হয়েছে। অনলাইনে ফরম পুরণের জন্য ভিজিট করুনhttp://www.dghs.gov.bd  BAMS (Bachelor of Ayurvedic Medicine & Surgery) ও BUMS (Bachelor of Unani Medicine & Surgery) বিভাগে ২৫ জন করে মোট ৫০ জন ছাত্র-ছাত্রী ভর্তির সুযোগ পাবে। ভর্তিচ্ছুকে অবশ্যই বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি ও এইচএসসি পাশ হতে হবে। এবং দুটি পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে ৮.০০ হতে হবে। এছাড়াও এককভাবে কোন পরীক্ষায় জিপিএ ৩.৫০ এর কম হলে আবেদনযোগ্য হবে না।
এবারই প্রথম অনলাইনের মাধ্যমে এ কলেজে ভর্তি পরীক্ষার সকল কার্যক্রম অনুষ্ঠিত হচ্ছে। বাংলাদেশের একমাত্র সরকারি ইউনানী ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ এটি। এখানে MBBS ও BDS এর মতো ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই কলেজ থেকে পাশ করলে চাকুরির অনিশ্চয়তায় ভোগার সম্ভাবনা নেই। ১৯৯৯ সালে বর্তমান সরকারের আমলে ৩০ জন মেডিকেল অফিসারের চাকুরি হয়। তারা এখন দেশের বিভিন্ন জেলা সদর হাসপাতালে মেডিকেল অফিসার হিসেবে দায়িত্বরত রয়েছেন। এখান থেকে পাশ করার পর বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য দেশেও এমএস, এমফিল, পিএইচডি করার সুযোগ রয়েছে। বর্তমানে সকল এলোপ্যাথিক কোম্পানী Herbal/Natural Medicine তৈরীর দিকে ঝুঁকে পড়ছে। এসব কোম্পানীগুলোর প্রডাকশন অফিসার হিসেবে এই কলেজ থেকে পাশকৃতরাই কর্মরত আছেন। বর্তমান বিশ্ব হারবালের দিকেই ঝুঁকে চলেছে।এছাড়া ও ররতমানে বাংলাদেশের প্রতে্যকটি উপজেলা হাসপাতালে একজন করে BUMS/BAMS ডাক্তারের নিয়োগটি চূড়ান্ত ধাপে রয়েছে ।
উল্লেখ্য প্রাকৃতিক সৌন্দর্যমন্ডিত এই ক্যাম্পাসে ছেলে ও মেয়েদের আবাসনের জন্য জন্য পৃথক হোষ্টেল রয়েছে ।এছাড়াও পড়াশোনা শেষে  ইন্টার্নশীপ এর সময় সরকারিভাবে ভাতাও(বর্তমানে 10000/Month) দেয়া হয় ।
মেডিকেলে পড়ার আজন্ন লালিত স্বপ্ন যারা যেকোন কারনে পুরণ করতে পারেননি সেসকল হতভাগাদের জন্য আমার এই টিউন । যদি কারও উপকারে আসে তাহলে COMMENT করতে ভুলবেন না ।
ভর্তির ব্যাপারে বিস্তারিত DG Health এর Website এ: 1.  dghs.gov.bd  এবং 2.   http://dghs.teletalk.com.bd/


            ফরম সংগ্রহের শেষ তারিখ ২২ জানুয়ারী

চায়না সেটের গোপন কোড 2


বর্তমানে মোবাইল মার্কেটে গেলে চায়না সেটের বেশ সমারহ দেখা যায় যা সহজেই আমাদের দৃষ্টি কারে এছাড়া চায়না সেটের ব্যবহার ও অনেক বেড়ে গেছে কারন হিসেবে দেখা যায় অপেক্ষাকৃত কম দামে অনেক বেশি ফিচার সমৃদ্ধ ও দৃষ্টি নান্দনিক সেট পাওয়া যায়।তাই আমরা সহজেই এই সমস্ত সেটের প্রেমে পরে কিনে ফেলি,সঠিক ভাবে অপারেট করতে না পারায় ফাংশনে অনেক সমস্যা হয় এতে সেটের সাভাবিক কর্যক্রমে বাধার সৃষ্টি হয়।
আমরা সহজেই এই বাধা থেকে নিচের কোডের মাধ্যমে মুক্তি পেতে পারি
Service codes "Chinese" models:
default user code: 1122, 3344, 1234, 5678
Engineer mode: *#110*01#
Factory mode: *#987#
Enable test mode COM port: *#110*01# -> Device -> Set UART -> PS Config -> UART1/115200
Restore factory settings: *#987*99#
LCD contrast: *#369#
software version: *#800#
software version: *#900#
Service codes BenQ:
software version: *#300#
test mode: *#302*20040615#
Service codes Pantech:
software version: *01763*79837#
service menu: *01763*476#
reset defaults (phone/user code reset to default): *01763*737381#
Service codes VK-Mobile 3xx, 5xx:
software version: *#79#
software version: *#837#
service menu: *#85*364# (hold #)
Service codes VK200, VK2000, VK2010, VK2020, VK4000:
software version: *#79#
service menu: *#9998*8336# (hold #)
reset defaults (phone/user code reset to default): *#9998*7328# (hold #)
Service codes LG:
software version: 2945#*#
Service codes Sony-Ericsson:
J100 software version: #82#
Service codes Fly:
M100 software version: ####0000#
2040(i) reset defaults: *#987*99# Send
MX200 reset defaults: *#987*99# Send
MX200 software version: *#900# Send
SL300m reset defaults: *#987*99# Send
SL300m software version: *#900# Send
SL500m reset defaults: *#987*99# Send
SL500m software version: *#900# Send
MP500 reset defaults: *#987*99# Send
MP500 software version: *#900# Send
Set language to English: *#0044#
Set language to Russian: *#0007#
Service codes Konka:
C926 software version: *320# Send
C926 set default language: *#0000# Send
C926 set English language: *#0044# Send
Service codes GStar:
GM208 (Chinese Nokea 6230+) engineering menu: *#66*#
Set language to English: *#0044#
Set language to Russian: *#0007#
Service codes Motorola:
Motofone F3 software version: **9999* Send
C113, C114, C115, C115i, C116, C117, C118 software version: #02#*
C138, C139, C140 software version: #02#*
C155, C156, C157 software version: #02#*
C257, C261 software version: #02#*
V171, V172, V173 software version: #02#*
V175, V176, V176 software version: #02#*
C168, W220 software version: *#**837#
W208, W375 software version: #02#*

সকল চায়না মোবাইল এর গোপন কোড

All Chinese mobile phone Secret Codes:
*#66*# Set Factory Mode CONFIRMED
*#8375# Show Software Version CONFIRMED*#1234# A2DP ACP Mode CONFIRMED*#1234# A2DP INT Mode CONFIRMED*#0000# + Send : Set Default Language CONFIRMED*#0007# + Send : Set Language to Russian CONFIRMED*#0033# + Send : Set Language to French CONFIRMED*#0034# + Send : Set Language to Spanish CONFIRMED*#0039# + Send : Set Language to Italian CONFIRMED*#0044# + Send : Set Language to English CONFIRMED*#0049# + Send : Set Language to German CONFIRMED*#0066# + Send : Set Language to Thai CONFIRMED*#0084# + Send : Set Language to Vietnamese CONFIRMED*#0966# + Send : Set Language to Arabic CONFIRMED*#800# make Etel E10 model displaying message BT power on. But on display it dont resemble the blutooth power on icon.(actually t makes BT stuck, but after restarting t becomes normaly me>)
*#77218114#
*#881188#
*#94267357#
*#9426*357#
*#19912006#
*#118811#
*#3646633#
C926 software version: *320# Send
C926 set default language: *#0000# Send
C926 set English language: *#0044# Send
GM208 (Chinese Nokea 6230+) engineering menu: *#66*#
Set language to English: *#0044#
Set language to Russian: *#0007#
2- PHONE WILL DIPLAYED DONE
3- POWER OFF YOUR PHONE AND POWER ON AGAIN
alcatel:>E205
unlocking phone code,only press***847# without simcard
E900 software version: *#5002*8376263#
E900 full reset: *2767*3855#
S404 enable COM port: *#42253646633# -> Device -> Set UART -> PS -> UART1/115200
S410 engineer mode: *#3646633#
S900 software version: *#8375#
S900 serial no: *#33778#
S200 enable COM port: *#3338913# -> Device -> Set UART -> PS -> UART1/115200
default user code: 1122, 3344, 1234, 5678
Engineer mode: *#110*01#
Factory mode: *#987#
Enable COM port: *#110*01# -> Device -> Set UART -> PS Config -> UART1/115200
Restore factory settings: *#987*99#
LCD contrast: *#369#
software version: *#800#
software version: *#900#
software version: *#300#
test mode: *#302*20040615#
software version: *01763*79837#
service menu: *01763*476#
reset defaults (phone/user code reset to default): *01763*737381#
software version: *#79#
software version: *#837#
service menu: *#85*364# (hold #)
software version: *#79#
service menu: *#9998*8336# (hold #)
reset defaults (phone/user code reset to default): *#9998*7328# (hold #)
software version: 2945#*#
KG300 NVRAM format: 2945#*# -> menu 15
J100 software version: #82#
M100 software version: ####0000#
2040(i) reset defaults: *#987*99# Send
MX200 reset defaults: *#987*99# Send
MX200 software version: *#900# Send
SL300m reset defaults: *#987*99# Send
SL300m software version: *#900# Send
SL500m reset defaults: *#987*99# Send
SL500m software version: *#900# Send
MP500 reset defaults: *#987*99# Send
MP500 software version: *#900# Send
Set language to English: *#0044#
Set language to Russian: *#0007#
C926 software version: *320# Send
C926 set default language: *#0000# Send
C926 set English language: *#0044# Send
GM208 (Chinese Nokea 6230+) engineering menu: *#66*#
Set language to English: *#0044#
Set language to Russian: *#0007#
Motofone F3 software version: **9999* Send
***300* Set SIM Pin
***310* / ***311* SIM Pin ON | OFF
***000* Reset Factory settings
***644* Set Voicemail number
***260* / ***261* Auto keypad lock ON | OFF
***510* / ***511* Voice Prompts ON | OFF
***160* / ***161* Restricted Calling (Phonebook only) ON | OFF
***200608* Send: software version
***200606* Send: software version
***200806* Send: flex version
***250* / ***251* Keypad tones ON | OFF
***470* Select time format
***500* /***501* Prepaid Balance Display ON | OFF
***520* Change language
C113, C114, C115, C115i, C116, C117, C118 software version: #02#*
C138, C139, C140 software version: #02#*
C155, C156, C157 software version: #02#*
C257, C261 software version: #02#*
V171, V172, V173 software version: #02#*
V175, V176, V176 software version: #02#*
C168, W220 software version: *#**837#
W208, W375 software version: #02#*
and "yes"''
- Set full factory *741*737381#
- Set full factory *741*7373868#
- Set full factory *741*2878#
- Set Engineer Mode *888*888#
- Check software version *888*837#
- Check software version #*888#
- Check software version *0*4636#
- Test Mode *0*6268#
- Check software version #*878#
- Check software version *1222*1#
- Check software version *#159#
- Set Factory Mode *#32787#
- Set Engineer Mode *#3646633#
- Set Engineer Mode ***503#
- Set Factory Mode ***504#
- Set Auto Test ***505#
- Set Factory Mode *#66*#
- Check software version *68*48#
- Set full factory *789#
- Test Mode *#789#
- Check software version *#8375#
- Set Factory Mode 878
- Check software version *#22#
- Test Mode *23638777*783781#
- Check software version *201206*4636#

More codes to reset chinese mobile phone
also found these
Service codes Konka:
Service codes GStar:
ZTE Mobile:>1- *938*737381#
Service codes Spice:
Service codes Philips:
Service codes "Chinese" models:
Service codes BenQ:
Service codes Pantech:
Service codes VK-Mobile **x, 5xx:
Service codes VK200, VK2000, VK2010, VK2020, VK4000:
Service codes LG:
Service codes Sony-Ericsson:
Service codes Fly:
Service codes Konka:
Service codes GStar:
Service codes Motofone-F3:
Service codes Motorola:
I-mobile Inno30, 55, 89, 90, 99, 100, A10, A20, P10, Vk200
I-mobile 100 ,200 , 313
I-mobile 309, 310
I-mobile 311
I-mobile 511
I-mobile 301, 302,308, 508, 601, 602, 603, 604, 606, 611, 901, 902
I-mobile 503, 506, 605, 600, 607, 608
I-mobile 509, 612
I-mobile 504, 505, 803
I-mobile 305, 306, 315, 510, 609, 609i,516
I-mobile 610
I-mobile J101, J102
I-mobile 502, 502i, 505, k9, 802

অটোমেটিক মিসডকল দেবার মজার সফটওয়্যার !

মিসকলে কেউবা বিরক্ত হন আবার কেউ কেউ মিসডকল না পেলে মন খারাপ করে বসে। বিশেষ করে আপনার গার্লফ্রেন্ডকে মিস করছেন বলে ১০০ টা মিস কল দিলে কেমন খুশি হবে ভেবে দেখুন তো! বলে ফেলতে পারেন ১০০ টা মিসডকল দেয়া কি চাট্টিখানি কথা নাকি বাপু? আধাঘন্টা বাটন চাপতে চাপতে তো মোবইলের অবস্থাই কেরোসিন হয়ে যাবে, হাতের কথা না হয় বাদ ই দিলাম।.. তবে দাদা, আপনার সেটটি যদি সিমবিয়ান থার্ড এডিশনের (S60v3) হয়, তবে লেগে পড়ুন স্বয়ংক্রিয়ভাবে মিসডকল দিতে! শুধূ মোবাইলে সেট করে দেবেন কতটি মিসডকল দিতে হবে.. 100, 200 বা 500 কোনো ব্যাপারই না! 100 টি মিসকল মাত্র 14 মিনিটেই দিয়ে দেবে!
বেশ মজার এই সফটওয়্যারটি নিয়ে টিউন করতে বসে গেলাম!
টিউটোরিয়াল


1. প্রথমে  Missed Caller.zip ফাইলটা পিসিতে নামিয়ে মোবাইলে ট্রান্সফার করে দিন (সাইজ 600 কিলোবাইট মাত্র) ZIP ফাইলের ভেতরে 3টি সফটওয়্যার   

2. Pythone ফোল্ডার থেকে
PythonForS60_1_4_3_3rdEd.SIS এবং PythonScriptShell_1_4_3_3rdEd.SIS ফাইল দুটো ইনস্টল করে নিন.


3. এবার Smart4n.Jeer.v1.01.sis সটফওয়্যারটি ইনস্টল করে ফেলূন ঝটপট। ব্যাস হলে গেল কাজ


4. মোবাইলের Applications ফোল্ডার থেকে Jeer নামক সফটওয়্যারটি ওপেন করুন।5. Option>Settings>Set Dialling Number এ প্রিয়জনের নম্বরটি বসিয়ে দিন।6. Set Count এ কতটি মিসডকল দেবেন তার সংখ্যা বসিয়ে দিন।7. এবার Start Dialling.. এ চাপ মারুন!!নাকে তেল দিয়ে শুয়ে পড়ুন! আপনার মোবাইল কিন্তু আটোমেটিক মিসডকল দেয়া শুরু করে দিয়েছে.. !!সতর্কতাঃ
1. কাউকে বিরক্ত করতে ব্যবহার করবেন না, শুধু প্রয়োজন মনে হলে ব্যবহার করুন।
2. ফোন হ্যাক করা না থাকলে সফটওয়্যারটি ইন্সটল করতে পারবেন না। Certificate error, File Corrupt বা Time Error দেখাবে
3. মিসডকল নেটওয়ার্কের উপর চাপ বাড়ায়, ব্যাপারটি মাথায় রাখবেন! 
ভালো থাকুন, ভালো রাখুন 

 

 Download Missed Caller

 

প্রসঙ্গঃ ইন্টারনেট ব্যান্ডউইথ সবাই আরেকটিবার জাগুন!


যেদিকে তাকাই-শুধু পরিবর্তনের হাওয়া। আমি শুভ পরিবর্তন গুলোর কথা বলছি।
আমাদের ছোট্ট এ দেশটির অনেক কিছুই বদলেছে, আবার অনেক কিছুই অপরিবর্তিত অবস্থায় রয়ে গেছে। ইন্টারনেট ইউসেজ এর মুল্য ৫/৬ বছর আগে যা ছিল এখন ও তাই আছে।
আগে পার কিলো বাইট দুই পয়সা ছিল, এখনো তাই। এক জিবি ৩৫০টাকা ছিল, এখনো তাই। ভাবা যায়!
কিছু কিছু প্যাকেজের মুল্য কমেছে কিন্তু তা আশানুরুপ নয়।
অতীতের কথা বাদ দিলাম। তখন ব্যান্ডউইথের মুল্য অনেক বেশি ছিল। কিন্তু এখন তো আগের অবস্থা নেই। সরকার দফায়-দফায় ব্যান্ডউইথের মুল্য কমিয়ে ৮০০০টাকাতে এনেছে। তারপরেও আমরা ভোক্তারা এর সুফল ভোগ করতে পারছিনা।
এটা গেল সার্ভিস প্রোভাইডারদের ভোক্তাদের বাশ দেবার কথা।
এবার আসুন দেখি সরকারের নীতি নির্ধারক মহল কি করছে।
২০১২ সালের হিসাব মতে, বাংলাদেশের ব্যান্ডউইথ ক্যাপাসিটি ১৬৪ (আরেক সূত্রমতে ২০০) জিবিপিএস/সেকেন্ড। এর মধ্যে মাত্র ২৬গিগাবাইট ব্যান্ডউইথ আমরা সবাই মিলে ব্যবহার করি।
তবে আসল কথা হল, আমাদের ব্যান্ডউইথ ক্যাপাসিটি বর্তমানে কত আছে এবং কত ব্যান্ডউইথ পড়ে আছে, কেউই এ ব্যাপারে সঠিক তথ্য দিচ্ছেনা।
প্রশ্ন জাগেনা- বাকি ব্যান্ডউইথ তাহলে গেল কোথায়? সরকারের নীতি নির্ধারকদের কথা অনুযায়ী এই ২৬গিগাবাইট ব্যান্ডউইথ বাদে বাকি ব্যান্ডউইথ রিজার্ভ রাখা হয়!
ব্যান্ডউইথ সোনা নাকি জমি যে রিজার্ভ অবস্থায় ফেলে রেখে দিলে এর মুল্য বা চাহিদা বাড়বে অথবা ইন্টারনেট ইউজারদের কোন উপকারে আসবে!
মুল্য যতই কমানো হোক, প্রায় ৮০% ব্যান্ডউইথ ফেলে রাখলে সেটা দেশের কোন উপকারে আসবে?
প্রয়োজন হলে ব্যান্ডউইথের দাম আরো কমিয়ে সম্পুর্ন ব্যান্ডউইথ সকল সার্ভিস প্রোভাইডারদের মধ্যে বন্টন করে দেওয়া হোক। কারন কয়েক শ কোটি টাকার ব্যান্ডউইথ ফেলে রেখে তো কোন উপকারে আসছেনা!
ভাবছেন কি গর্দভ সরকারের নীতি নির্ধারক মহলের লোকগুলো! ভুলেও তা ভাবতে যাবেন না।
ওরা আপনার আমার চাইতে অনেক অনেক বুদ্ধিমান এবং নিজের আখের গোছাতে সচেষ্ট।
বিভিন্ন সূত্রমতে, কিছু প্রভাবশালী মহল সরকারের উঁচু পর্যায়ের কিছু অফিসিয়ালের সাথে যোগসাজশ করে অব্যবহৃত ব্যান্ডউইথ দিয়ে অবৈধ ভিওআইপি বিজনেস চালাচ্ছে।
যে কারনে আমরা টাকা দিয়ে কলা কিনছি ঠিকই কিন্তু কপালে কলার খোসা ছাড়া আর কিছুই জুটছেনা। অথচ আমাদের যে ব্যান্ডউইথ রিজার্ভ আছে বলা হচ্ছে সেই ব্যান্ডউইথ গুলো সঠিকভাবে এ্যালোকেট করলে এবং যে টাকা আমরা ইন্টারনেট ইউজের জন্য ব্যয় করি, তাতে আমাদের কমপক্ষে ৭থেকে ৮গুণ বেশি স্পীড পাবার কথা।
তথ্যগুলো আপনারা আমার থেকে অনেক ভাল জানেন, ব্লগে বা ফেসবুকেও কম লেখালেখি হল না।
কথা সেটা নয়।  কথা হল আর কতকাল এভাবে চুপ থাকব আমরা? আর কতকাল নিজেদের পশ্চাৎদেশ সার্ভিস প্রোভাইডার আর সরকারের নীতি নির্ধারকদের দিকে মেলে বসে থাকব?? পশ্চাৎদেশে আর কত বাশমারা খেলে আপনাদের ঘুম ভাঙ্গবে???
ব্লগে/ফেবুতে তো অনেক লাফালাফি হল, মাঠে নামার সময় কি এখনো হয়নি?
ফেসবুক/ব্লগে প্রতিবাদ করে আমাদের দ্বায়িত্ব শেষ মনে না করি।
যদি সৎ উপার্জনের টাকায় ইন্টারনেট ইউজ করে থাকেন, তাহলে আসুন এবার পথে নামি।
ব্লগে/ফেবুতে অনেক বড় বড় ব্লগার আছেন, যাদের একটি ডাকে হাজার হাজার মানুষ আসবে।
তাদের কেউ একজন কি এই বিষয়ে স্ট্যান্ড নিতে পারেন না?
কাউকে না কাউকে দ্বায়িত্ব নিতে হবেই। কেউ একজন স্ট্যান্ড না নিলে এরা সারাজীবন ধরে আমাদের টাকা ভ্যাম্পায়ারের মত চুষেই খাবে।
কবে-কিভাবে আমরা রাস্তায় নামতে পারি, সরকার কে আমাদের পাওনা ব্যান্ডউইথ দেবার কথা কিভাবে বলতে পারি আইডিয়া দিন।
সবাই আরেকটিবার জাগুন!

Android Screat Code – লাগলে এদিকে আসুন


আশাকরি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের কিছু সিক্রেট কোড দেবো।  এই কোড গুলোর কিছু কিছু আপনাদের চেনা আবার কিছু কিছু অচেনা, যেমন #০৬# কোড এর ব্যবহার আমরা প্রায় সবাই জানি


আমি এক এক করে কোড ও তার ব্যবহার দিলাম:-

কোডব্যবহারবিবরণ
*#1234#Basic Informationফার্মওয়্যার, মডেল নম্বর সম্বন্ধে জানার জন্য
*#12580*369#Basic Informationএটিও একই কাজ করে কিন্তু এটা থেকে মোবাইল এর হার্ডওয়্যার সম্বন্ধে জানতে পারবেন
*#0228#Battery Informationএটা থেকে ব্যাটারির - যেমন ভোল্টেজ, টেম্পারেচার, লেভেল, সিগনাল স্ট্রেংথ এইসব জানতে পারবেন
*#32489# or *#2263#Service Menu [ code]এটি সার্ভিস মেনু, এটি ব্যবহার করার জন্য আপনাকে সার্ভিস কোড জানতে হবে
*#*#197328640#*#*Service Menuএটি গ্রাফিকাল মেনু, এটা ব্যবহার করতে কোড জানতে হবে না
*#*#7780#*#*Factory ResetWill affected
  1. Google account settings stored in your phone
  2. System and application data and settings
  3. Downloaded applications
Will Not affected
  1. Current system software and bundled applications
  2. SD card files e.g. photos, music files, etc
*2767*3855#Full Format / Hard ResetWill affected
  1. Google account settings stored in your phone
  2. System and application data and settings
  3. Downloaded applications
  4. Current system software and bundled applications
  5. SD card files e.g. photos, music files, etc
*#*#273283*255*663282*#*#*Backup Images, Sound, Video and Voice memo ইত্যাদি ফাইল কপি করা যাবে
*#*#34971539#*#*Update Camera Firmware* Update camera firmware in image (Don't try this option)
* Update camera firmware in SD card
* Get camera firmware version
* Get firmware update count
*#272*IMEI#To change the salescodes and reset the user data
*#*#7594#*#*End Call / Power Systemপাওয়ার বাটন চাপলে Silent mode, AirPlane mode and Power off এই ৩ টে অপসন আসে, ডাইরেক্ট অফ করার সিস্টেম
*#*#8255#*#*GTalk Service MonitorGtalk Service Mode
*#*#232337#*#Shows Bluetooth device addressBluetooth এড্রেস দেখাবে
*#*#232338#*#*Shows WiFi MAC addressWiFi MAC এড্রেস দেখাবে
*#*#3264#*#*RAM versionShow RAM version
*#*#0*#*#*Full Phone TestUsed For Phone Diagnostic
*#*#232331#*#*Bluetooth test
*#*#0842#*#*Vibration test
*#*#2664#*#*Touch screen test
*#*#0588#*#*Proximity sensor test
*#*#0673#*#* or *#*#0289#*#*Melody test
*#*#1472365#*#* or *#*#1575#*#*GPS test
*#*#2663#*#*Touch screen version
*#*#526#*#*WLAN Test

 যদি নতুন ভালো কিছু পাই তো আবার টিউন করব, ভালো থাকবেন সবাই।

রবি পোস্টপেড এ ৪৯৪ টাকাই আনলিমিটেড নেট ইউজ করুন সিমের দাম ০০ টাকা ( সঠিক তথ্য হিসাবে) সবার জন্য

রবি সিমের দাম ৩০০ টাকা। সাথে থাকছে ৩০০ টাকার ক্রেডিট লিমিট> নেট অ্যাক্টিভ করতে হলে আপনাকে ৫০০ টাকা ডিপোজিট দিতে হবে অর্থাৎ, প্রথমে আপনার লাগবে ৩০০+৫০০= ৮০০ টাকা।আর নেট বিল ৪৮৮ টাকা মাস শেষে কাটবে।এখন আপনি ৮০০ টাকা দিয়ে লাইন অ্যাক্টিভ করি নিন। ১ মাস পর ৪৮৮ টাকা বিল আসবে তখন আপনার লিমিট থাকে কাটবে  ৩০০ টাকা আর ১৮৮ টাকা রিচাজ করতে হবে>তাহলে আপনি আবার পরের মাসে নেট ইউস করতে পারবেন।  পরের মাস শেষ হলে সিম টি ফেলে দিয়ে আরেকটি নতুন সিম কিনেন।অর্থাৎ, আপনার মোট টাকা লাগবে৫০০+৩০০+১৮৮ = ৯৮৮ টাকা। (২ মাসে)অর্থাৎ, ৪৯৪ টাকা প্রতি মাসে।সিম কেনা বাবদ কোন টাকা লাগসে না কারন ৩০০ টাকা দিয়ে সিমকিনলে ৩০০ টাকাই ক্রেডিট লিমিট পাবেন যা পরের মাসে নেট এর বিল দিতে লাগবে।আর আপনি কথা বলেও লিমিট শেষ করতে পারেন।ডিপোজিট করার নিয়ম-সিম অ্যাক্টিভ করে ৫০০ টাকার রবি কার্ড কিনতে হবে।১০০ টাকার ৫ টি অথবা ৫০ টাকার ১০ টি অথবা ২০ টাকার ২৫ টি আভাবে ৫০০ টাকার কার্ড কেনার পরSMS করুন এভাবে,DEP<> 018xxxxx (apnar number)<>card ar numbersend korun 8729 number a.এভাবে সব কার্ড ডিপোজিট করার পর আপনি নেট অ্যাক্টিভ করতে পারবেন।আর সমস্যা হলে পোস্টপেড সিম টা থেকে ১২৩ তে কল করে বিস্তারিত জানতে পারেন বিনামুল্লে।customer Care no 123

কিভাবে আপনার এন্ড্রয়েড ফোনের ক্যামেরা সাটারের শব্দ বন্ধ করবেন।


ক্যামেরা ব্যবহার করে যখন ছবি বা ভিডিও তুলতে যাই তখন সাটারের ক্লিক শদ শুনতে পাই। পাবলিক প্লেসে ছবি তুলতে গেলে অনেক সময় দেখা যায় অনেকেই আড় চোখে তাকাচ্ছে। সবাই তো আর বেপরোয়া নয়। এই বাঁকা চাহনি ফাঁকা হলেও অনেকের কাছে বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি করে। জাভা ফোনগুলোর ক্যামেরার সাটার সাউন্ড বন্ধ করার অপশান ছিলো। কিন্তু এন্ড্রয়েড ফোনের বিল্টইন ক্যামেরায় শব্দ বন্ধের অপশান নেই। তবে কি নিরবে ছবি তোলার কোন সুযোগ নেই!
নিশ্চয়ই মজিলা আপুর আগুন শিয়ালটাকে খুলে নিয়ে গগজ চোখে গুগলে গোল গোল অক্ষরে খোজ দ্যা সার্চ মিশন চালাচ্ছেন। খুঁজতে থাকো। আমি এর মধ্যে তোমাকে একটা উপায় বাতলে দেই। আশা করি খুশী হবে।
                               
                            ক্যামেরার শব্দ বন্ধ করার তিনটি উপায় আমি জানি।

  • তোমার ফোন টিকে সাইলেন্ট দ্যা নিশ্চুপ মুডে রাখুন।
  •  Uva Silent Widget Camera Android App ব্যবহার করতে পারো।
  •  CyanogenMod 7.1.0 ইনস্টল করতে পারো।

১.

তুমি যদি তোমার ফোনের রিং ভলিউম জিরোতে রাখ তাহলে যতই ঝুনঝুনি বাজাও না কেন ছবি তোলার শব্দ শুনতে  পাবে না। তাই সাটার শব্দ বন্ধের এটা হচ্ছে সব থেকে সহজতম চমৎকার পদ্ধতি। অজ্ঞানীদের বলার দরকার ছিলো না কিন্তু তোমরা যারা বিজ্ঞানী তারা অনেক জটিল ভাবনায় ব্যস্ত থাকতে পারো তাই তাদের উদ্দেশ্যে বলছি, ক্যামেরা সাইলেন্ট মুডে রাখলে কিন্তু ফোন কল, এসএসএস, ইমেইলের আগমন ধ্বনি শুনতে পাবে না। অনেকে অবশ্য মনে করেন সাইলেন্ট আর ভাইব্রেশান একই জিনিস। যাই হোক এটা আপনাদের নিজস্ব ভাবনা। আমি বিতর্কে যেতে চাই না। আমার ক্লাসফ্রেন্ড ফারহানার বিশ্বাস ছিলো ফোন ভাইব্রেশানে রাখলে অল্পদিনে এটা আয়ূষ্কাল শেষ হয়ে যায়। তাই সে সাইলেন্ট করত বাট ভাইব্রেশান দিত না। ফলশ্রুতিতে অনেক কিছু মিস হয়ে যেত। তাই দেরী করে মিস করবেন না। তাহলে জনৈক মিস ফিউচার কালে যার কিনা আপনার মিসেস হবার সম্ভাবণা আছে তিনি কিন্তু ক্রোধে ভাইব্রেট করতে পারেন। আর সেই ভূমিকম্প থামাতে আপনার মানিব্যাগ আই মিন টাকার বস্তার কি হাল হবে ভেবে দেখুন তো!  .

২।  Uva নিশ্চুপ উইজেট ক্যামেরা এপ্লিকেশন ব্যবহার করো। 

Uva Silent Widget Camera   এন্ড্রয়েড এপ্লিকেশন ব্যবহার করে তুমি নিরবে ফটো তুলতে পারবে। হাসপাতালের নার্স, স্কুলের বান্ধবী, রিকশার ছলনাময়ী ললনা কেউই টের পাবেনা। যদিও কারো সম্মতি ছাড়া ছবি তোলা পৃথিবীর আইনে কবিরা গুনাহ। ফোনকে ঘুম পাড়িয়ে রাখা মানে বরফি দ্যা সাইলেন্ট মুডে রাখার থেকে এই পধতি অনেক বেটার। গুগল  প্লে স্টোর থেকে ডাউনলোড করো এই ঠিকানায়https://play.google.com/store/apps/details?id=Cam.SILENT


৩। CyanogenMod 7.1.0 ইনস্টল করো।

Cyanogen Mod 7 এর যেকোনো আপডেট স্থাপন করে আ ইন্সটল করে তুমি খুব সহজে ক্যামেরার গলা চেপে ধরতে  . এই আপডেট এন্ড্রয়েডের সিস্টেম ফাইলে থাকা OGGs ফাইলকে আপডেট করে এবং ডিফল্ট থাকা সাউন্ড ফাইলকে ওভাররাইট করে ডিস্যাবল করে দেয়।
After installing CyanogenMod 7.1.0  ইন্সটল করার পরে প্রতিটি আপডেটের জন্য তোমাকে ROM  এর রিফ্লাশের দরকার হবে। তোমার রুটেড ফোনে একবার CyanogenMod 7.1.0  হয়ে গেলে নিচের পরিক্রমায় যাও আর ক্যামেরার শব্দ বন্ধ করে দাও।
Settings > CyanogenMod settings > Sound  আর সিলেক্ট করো Mute camera shutter ।
ওয়ার্নিং দেখে ভয় পেয়োনা। বাঙালীর অল্পতে নাকি ভয় পেয়ে যুদ্ধে যাওয়ার অভ্যেষ।  OK  তে ওকে করে বেরিয়ে আসো।

বদলে ফেলুন আপনার নকিয়া মোবাইল এর ইউজার ইন্টারফেস। নিয়ে নিন $১৪.৯৯ এর সফটওয়্যার ফ্রীতে

বিসমিল্লাহির রাহমানির রাহীম......সবাইকে সালাম দিয়ে শুরু করলাম আমার আজকের পোস্টটি।
আমাদের সবার কাছে মোবাইল বলতে যে নাম সবার আগে মনে আসে তা হল নকিয়া...... নকিয়ার মোবাইল সব দিক বিবেচনায় সেরা......কিন্তু যখনই looks এর বেপারটা আসে......তখন মনে হয় ইশ আমার যদি একটা android / iOS চালিত একটা মোবাইল থাকতো!


তাই আপনাদের জন্য নিতে এলাম spbshell সফটওয়্যার......যার market price $14.99 একদম ফ্রী সিরিয়াল কী সহ... যা সম্পূর্ণ রুপে পাল্টে দেবে আপনার নকিয়া কে...... তবে তার জন্য আপনার মোবাইল টির অপারেটিং সিস্টেম হতে হবে..................


 Symbian S60v5/ Symbian^3/ Symbian Anna/ Symbian Belle.....like Nokia X6, 5800, 5233, 5230, 5235, 5250, 5530,C7,C6-01, C6,C5-03, C5-05, C5-06, N97, N97 mini, N8, E7,Sony Ericsson Vivaz, Vivaz Pro, Samsung i8910 Omnia HD etc....


এতে আছেঃ
  • 3D carousel with special effects
  • Make your own Home screen using widgets
  • Adaptive skins
  • Change background
  • Customize your menu
  • Change widget skins
  • Choose Professional or Lifestyle Home screen..... blah..... blah

আর তাই এর ফিচার গুলো জানতে সরাসরি চলে যান: এখানে    আর screen-shots   দেখতে হলে ক্লিক করুন এখানে

এইবার দেখি কীভাবে এটা install করবেন...... প্রথমে   ডাউনলোড করে নিন ফাইল টি এই লিঙ্ক থাকে http://www.mediafire.com/?623qn7ad9m7iu8v

 

এবার Nokia PC Suite দিয়ে পিসি থেকে মোবাইল অথবা মোবাইলে ডাউনলোড করে install করে নিন সফটওয়্যার টি...... ব্যাস এবার ইচ্ছে মত সাজিয়ে নিন আপনার মোবাইল কে...... সফটওয়্যার টি 15 day trial version... কিন্তু চিন্তা করবেন না... registration code চাইলে দিয়ে দিন নিন্মলিখিত যেকোন  একটি code  অথবা Launcher button এ ক্লিক করে Register icon এ ক্লিক করে নিম্নলিখিত যেকোনো code দিয়ে দিন।

বি.দ্র. কোডটি ড্যাশ (-) চিহ্ন সহ দিবেন
8C5W-SMUI-277V
8C59-8UN9-QGAY
8C5P-5CWK-DH8I
8C5F-PDMU-DTZL
8C5O-LSU4-B9EY

এই তো হয়ে গেল চিরদিনের জন্য Registered...
আজ এততুকুই...... কোনো সমস্যা হলে কমেন্ট করে জানান...... আর ভাল থাকুন এই শুভকামনায় বিদায় জানাচ্ছি।