Sunday, January 20, 2013

রবি পোস্টপেড এ ৪৯৪ টাকাই আনলিমিটেড নেট ইউজ করুন সিমের দাম ০০ টাকা ( সঠিক তথ্য হিসাবে) সবার জন্য

রবি সিমের দাম ৩০০ টাকা। সাথে থাকছে ৩০০ টাকার ক্রেডিট লিমিট> নেট অ্যাক্টিভ করতে হলে আপনাকে ৫০০ টাকা ডিপোজিট দিতে হবে অর্থাৎ, প্রথমে আপনার লাগবে ৩০০+৫০০= ৮০০ টাকা।আর নেট বিল ৪৮৮ টাকা মাস শেষে কাটবে।এখন আপনি ৮০০ টাকা দিয়ে লাইন অ্যাক্টিভ করি নিন। ১ মাস পর ৪৮৮ টাকা বিল আসবে তখন আপনার লিমিট থাকে কাটবে  ৩০০ টাকা আর ১৮৮ টাকা রিচাজ করতে হবে>তাহলে আপনি আবার পরের মাসে নেট ইউস করতে পারবেন।  পরের মাস শেষ হলে সিম টি ফেলে দিয়ে আরেকটি নতুন সিম কিনেন।অর্থাৎ, আপনার মোট টাকা লাগবে৫০০+৩০০+১৮৮ = ৯৮৮ টাকা। (২ মাসে)অর্থাৎ, ৪৯৪ টাকা প্রতি মাসে।সিম কেনা বাবদ কোন টাকা লাগসে না কারন ৩০০ টাকা দিয়ে সিমকিনলে ৩০০ টাকাই ক্রেডিট লিমিট পাবেন যা পরের মাসে নেট এর বিল দিতে লাগবে।আর আপনি কথা বলেও লিমিট শেষ করতে পারেন।ডিপোজিট করার নিয়ম-সিম অ্যাক্টিভ করে ৫০০ টাকার রবি কার্ড কিনতে হবে।১০০ টাকার ৫ টি অথবা ৫০ টাকার ১০ টি অথবা ২০ টাকার ২৫ টি আভাবে ৫০০ টাকার কার্ড কেনার পরSMS করুন এভাবে,DEP<> 018xxxxx (apnar number)<>card ar numbersend korun 8729 number a.এভাবে সব কার্ড ডিপোজিট করার পর আপনি নেট অ্যাক্টিভ করতে পারবেন।আর সমস্যা হলে পোস্টপেড সিম টা থেকে ১২৩ তে কল করে বিস্তারিত জানতে পারেন বিনামুল্লে।customer Care no 123

No comments:

Post a Comment