Monday, July 29, 2013

যেকোনো মোবাইল ব্র্যান্ড দিয়েই ফেসবুক স্ট্যাটাস আপডেট করুন

কোনো স্মার্টফোন দিয়ে ফেসবুকে স্ট্যাটাস আপডেট করলে নিচে লেখা থাকে কোন সেট থেকে স্ট্যাটাস দেওয়া হয়েছে। যেমন কেউ যদি Iphone5 থেকে স্ট্যাটাস লেখে তাহলে নিচে লেখা থাকে " Via Iphone5 "। এর মাধ্যমে বোঝা যায় এই স্ট্যাটাস Iphone5 এর মাধ্যমে দেওয়া হয়েছে। আপনার কাছে যদি এসব স্মার্টফোন না থাকে তাও আপনি এসব স্মার্টফোন এর মাধ্যমে স্ট্যাটাস আপডেট করতে পারবেন। শুধু স্মার্টফোনই নয় আরও অন্যান্য জিনিস এর মাধ্যমে স্ট্যাটাস আপডেট করে চমকে দিতে পারেন আপনার বন্ধুদের।

তাহলে দেখুন কিভাবে করবেনঃ 

  • প্রথমে এই লিঙ্কে যান ⋙ http://fbstatusvia.com/
  • সেখানে গেলে বিভিন্ন স্মার্টফোন সহ আরও অন্যান্য জিনিস এর নাম দেখতে পারবেন।
  • যে স্মার্টফোন দিয়ে স্ট্যাটাস আপডেট করতে চান সেই নামে ক্লিক করুন।
  • তাহলে একটা POP UP উইন্ডো আসবে। সেখানে এবার ঐ স্মার্টফোন এর নামে আবার ক্লিক করুন।
  • যদি ফেসবুকে লগইন না করা থাকে তাহলে লগইন করে নিন।
  • তারপর একটা বক্স দেখতে পারবেন। সেখানে আপনার কাঙ্ক্ষিত স্ট্যাটাস লিখে Share - এ ক্লিক করুন।
  • ব্যাস হয়ে গেল। আবার আপনার ফেসবুকে গিয়ে দেখুন হয়ে গেছে। 

No comments:

Post a Comment