Friday, May 1, 2015

এন্ড্রয়েড ব্যবহারকারীরা কিছু পেইড Photography এপ্স ডাউনলোড করে নিন।

এন্ড্রয়েড (Android) ব্যবহারকারীদের জন্য নিয়ে আসলাম অসাধারন কিছু ফটোগ্রাফি এপ্স (Photography APK Apps)। যারা এন্ড্রয়েড মোবাইল দিয়ে শখের ফটোগ্রাফি করেন তাদের জন্য আজকের এই পোষ্টটি অনেক কাজে আসবে। বর্তমানের কথা বলতে গেলে প্রায় ৭০% মানুষই এন্ড্রয়েড ফোন ব্যবহার করেন। তাই আজকে কিছু Camera Apps শেয়ার করছি। আপনি Google Play Store এ সার্চ দিলে অনেক এপ্সই পাবেন ফটো বা ছবি কাজ করার। কিন্তু তার মধ্যে অনেক এপ্সই আছে অহেতুক। আজকে আমি আপনাদের সামনে শেয়ার করবো অসাধারন কিছু ফটো কাজ করার এপ্স। এতে করে আপনি আপনার এন্ড্রয়েড ফোন দিয়ে সহজেই যেকোন ধরনের ছবি বা ফটো কাজ করে আকর্ষনীয় করে তুলতে পারবেন। Photo Editing Apps সব মোবাইলের জন্য হয় না। এন্ড্রয়েড ব্যবহারকারীরাই পারেন মনের মত করে Photo Edit করতে।

Snap Camera HDR

nap Camera HDR


নামঃ Snap Camera HDR
ভার্সনঃ 6.4.3
সর্বশেষ আপডেটঃ February 28, 2015
ফাইল টাইপঃ APK
ফাইল সাইজঃ 5.0MB

Download



Fast Burst Camera


নামঃ Fast Burst Camera
ভার্সনঃ 6.0.8
সর্বশেষ আপডেটঃ January 28, 2015
ফাইল টাইপঃ APK
ফাইল সাইজঃ 13.2MB

Download



MagicPix Pro Camera HD


নামঃ MagicPix Pro Camera HD
ভার্সনঃ 2.3
সর্বশেষ আপডেটঃ March 30, 2015
ফাইল টাইপঃ APK
ফাইল সাইজঃ 9.2MB

Download



Camera FV-5


নামঃ Camera FV-5
ভার্সনঃ 2.46
সর্বশেষ আপডেটঃ March 5, 2015
ফাইল টাইপঃ APK
ফাইল সাইজঃ 4.2MB

Download



Cameringo + Effects Camera


নামঃ Cameringo + Effects Camera
ভার্সনঃ 2.2.5
সর্বশেষ আপডেটঃ March 18, 2015
ফাইল টাইপঃ APK
ফাইল সাইজঃ 5.1MB


Download

 

                                                                                                                                  By Nayim Hasnat 





 

Monday, January 12, 2015

PC বা ল্যাপটপ এ চালান SHAREit আর ফাইল পাঠান যে কোন মোবাইল বা ল্যাপটপ এ

যারা অ্যান্ড্রয়েড ফোন use করি তারা সবাই SHAREit সফটওয়্যার টিকে চেনেন।এটি খুব ফাস্ট ফাইল আদান-প্রদান করে এক ফোন থেকে অন্য ফোনে।তো আপনি যদি আপনার ল্যাপটপ থেকে অন্য ল্যাপটপ এ একটা ফাইল দিতে চান বা নিতে চান।তাহলে আপনাকে একটা প্রেনড্রাইভ এর সাহায্য লাগবে যদি আপনার কাছে প্রেনড্রাইভ না থাকে তাহলে আপনি কি করবেন। বা ধরুন আপনার অ্যান্ড্রয়েড ফোনে একটা গান নিবেন বা দিবেন তখন আপনাকে প্রয়োজনে আসবে একটা USB ক্যাবলের যদি না থাকে!!! এর সবকিছুর সমাধান পাবেন এই ছোট সফটওয়্যার টির মাধ্যমে Download From Here

Friday, April 4, 2014

গুগল থেকে খুব সহজে সার্চ করুন, জেনে নিন কিছু টিপস

১। পছন্দের গান কিংবা মুভি খুজবেন, টেকনিকটি জেনে নিনঃ

বিভিন্ন ফরম্যাটের গান খুজে বের করা, নির্দিষ্ট বিশেষ কোন গান খোজা, কিংবা গানের পুরো অ্যালবাম খুজে বের করবেন, এ ক্ষেত্রেও গুগলের বিকল্প কেউ আছে কিনা জানা নাই।
পদ্ধতিঃ আপনি জেমসের গান খুজছেন। তাহলে গুগলের সার্চ বক্সে গিয়ে লিখুন, intitle:”index of” (mp3|mp4|avi) Imran”। যদি বিশেষ কোন গান খুজবেন , ফরমেটটি হবে: “index of” (mp3|mp4|avi) Shokhi Iman” কোন গানের পুরো অ্যালবাম লাগবে তখন লিখুন “index of” (mp3|mp4|avi) Tumi Imran ।  অন্যান্য ক্ষেত্রেও এই টিপস কাজে লাগানো যাবে।

 ২। পিডিএফ ফাইল খুজে বের করুনঃ

বিভিন্ন কাজে পিডিএফ ফাইল খুজে বের করার প্রয়োজন হয়। এই কাজটিও গুগল অত্যন্ত ভালভাবেই করে দেয়।
পদ্ধতিঃ যে সম্পর্কিত পিডিএফ খুজতে চাচ্ছেন, সেটি লিখে fileType:pdf লিখতে হবে। যেমন: seo fileType:pdf

 ৩। কোন কিছুর অর্থ জানতে চানঃ

কোন কিছুর অর্থ বুঝছেননা। অন্য কারও কাছ থেকে সাহায্য না চেয়ে গুগলের কাছ থেকেই সাহায্য নিন।
পদ্ধতিঃ শুধু শব্দটির পূর্বে define  লিখে দিন। যেমনঃ define: Human

 ৪। বিভিন্ন ইউনিট পরিবর্তনে গুগলকে ডাকুনঃ

 উচ্চতা, ওজন এবং আয়তন ইত্যাদি রাশির এককের রূপান্তর করতে গুগল ব্যবহার করতে পারেন।
পদ্ধতিঃ সার্চ বক্সে যেরকম পরিবর্তন করতে চান সেটি লিখুন।। যেমনঃ kg in pound, inch in km

 ৫। কারেন্সি কনভার্টের কাজেও গুগলের সাহায্য নিনঃ

প্রায়ই সময়ই ডলার রেট জানার জন্য অন্যের কাছ হতে সাহায্য নিতে হয়। এখন থেকে এ কাজটির জন্য গুগলকে ডিস্টার্ব করবেন।
পদ্ধতিঃ সার্চ বক্সে প্রয়োজনীয় মুদ্রা লিখে সার্চ দিন। ফরমেট টি হবেঃ Euro in BDT

 ৬. কোন এলাকার সময় জানতে গুগলঃ

কোন এলাকার স্থানীয় সময় জানতে কারো সহযোগিতার দরকার নাই কিংবা কোন সংখ্যা দিয়ে ক্যালকুলেশন করারও দরকার নাই। গুগল এ কাজে আপনাকে সাহায্য করবে।
পদ্ধতিঃ গুগলে গিয়ে নির্দিষ্ট স্থানের নামের আগে “time” শব্দটি লিখুন। যেমনঃ time ‍Rimini লিখে সার্চ করুন।

৭. ঘরে বসে যেকোন জায়গার আবহাওয়ার রিপোর্ট খুজুনঃ

স্থানীয় সময় বের করার মতই যেকোন এলাকার আবহাওয়ার তথ্য জানতে গুগল আপনাকে বন্ধুর মত সাহায্য করবে।
পদ্ধতিঃ গুগলে গিয়ে নির্দিষ্ট স্থানের নাম লিখুন এবং নামের আগে “weather” শব্দটি লিখুন। যেমনঃ weather ‍Rimini লিখে সার্চ করুন।

 ৮. যেকোন এলাকার সূর্যদয় ও সূর্যাস্তের সময় জানুনঃ

ঢাকাতে বসে অন্য দেশের অন্য কোন শহরের সূযদয় এবং সূযাস্তের সময় জানতে চান। গুগলকে জিজ্ঞাসা করুন।
পদ্ধতিঃ যে শহরে সূযদয় ও সূযাস্তের সময় জানতে চান, সার্চবক্সে সেই শহরের নাম লিখুন, তার আগে Sunrise বা Sunset শব্দটি লিখুন। যেমনঃ sunset : rimini

 ৯। ক্যালকুলেটরের কাজ করা যাবে গুগলের মাধ্যমেঃ

হিসেব নিকেশ সহ যা যা কাজ করতে ক্যালকুলেটর প্রয়োজন হয় আপনার, সেই কাজগুলো এখন থেকে গুগলের সাহায্য নিয়েই করতে পারবেন। কাজটি অনেক সহজও।
পদ্ধতিঃ গুগলের সার্চে একটি হিসাব টাইপ (700 + 800 =) করুন, তাহলে গুগল ক্যালকুলের হাজির হবে।

 ১০. নির্দিষ্ট একটি সীমানাকে টার্গেট করে খুজে বের করুনঃ

আপনি যদি ধানমন্ডিতে অবস্থিত সকল রেস্টুরেন্ট খুজে বের করতে চান। তাহলে সেটি খুব সহজে বের করা সম্ভব।
পদ্ধতিঃ  প্রথমে লিংকটিতে যেতে হবে। https://plus.google.com/local। এবার সার্চের ঘরে restaurant এবং ঠিক পাশেই লোকেশন লেখার জায়গা রয়েছে। সেখানে লিখুনঃ ঢান্মন্দি , Dhanmondi, Bangladesh  লিখে সার্চ করুন। মিরপুরে অবস্থিত সকল রেস্টুরেন্টগুলোর তথ্য খুজে পেয়ে যাবেন।

১১. ফোন নাম্বারের মাধ্যমে এর মালিকের পরিচয় খুজে বের করুনঃ

কোন ফোন নাম্বার জানা থাকলে তার মালিকের নাম খুজে বের করার ক্ষেত্রে গুগল
পদ্ধতিঃ কোন ফোন নাম্বার এবং তার আগে শুধুমাত্র এরিয়া কোড যোগ করে গুগলে সার্চ করুন। সেই নাম্বারের মালিকের নাম ও ঠিকানা খুজে বের করে দিবে এই গুগল।

 ১২।বিমানের ফ্লাইট শিডিউল এবং মালপত্র খুজতেও গুগলের সাহায্য নিনঃ

যেকোন ফ্লাইটের বর্তমান অবস্থা জানতে গুগলই যথেষ্ট। এবং একইভাবে বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠানো মালপত্রে অবস্থান সম্পর্কেও জানতে চাইলে গুগল আপনাকে হতাশ করবেনা।
পদ্ধতিঃ সার্চের বক্সে প্লেন এবং তার ফ্লাইটের নাম্বার প্রবেশ করিয়ে এর বর্তমান অবস্থান এবং পৌছানোর সময় সম্পর্কে জানা যায়। আর কুরিয়ার সার্ভিসের ক্ষেত্রে DHL, UPS, FedEx অথবা USPS  এবং সাথে এর ট্রাকিং নাম্বারটি লিখে সার্চ দিন। পেয়ে যাবেন তথ্য। ফরমেটটি হবেঃ fly emirates 131

 ১৩. যেকোন ভাষাতে ট্রান্সলেট করুনঃ

Google Language Tools (https://translate.google.com.bd) এর সাহায্যে যেকোন ভাষার লেখাকে অন্য যেকোন ভাষাতে পরিবর্তন করে দেখার জন্য গুগলের বিকল্প কোথাও নাই।
 পদ্ধতিঃ translate.google.com.bd  এ গিয়ে বামের খালি ঘরে মুল লেখাটি পোস্ট করুন। তারপর যে ভাষাতে ট্রান্সলেট করতে চান, সেটি সিলেক্ট করে Translate এ ক্লিক করলেই ডান পাশের খালি ঘরে সেটি দেখাবে।

১৪.  হুবহু কীওয়ার্ড ব্যবহার করা ওয়েবসাইটের লিস্ট খুজে বের করাঃ

এসইওর কাজে নির্দিষ্ট কীওয়ার্ড ব্যবহারকারীদের লিস্ট বের করে কম্পিটিশনের অবস্থা বুঝে তারপর র‌্যাংকিংয়ের পরিকল্পনা করা হয়। হুবহু সেই কীওয়ার্ড ব্যবহার করেছে, এরকম ওয়েবসাইট খুজে বের করতে গুগলই যথেষ্ঠ, অন্য কোন টুলস ব্যবহার করার প্রয়োজন নাই।
পদ্ধতিঃ কীওয়ার্ডটির দু’পাশে কোটেশন মার্ক ব্যবহার করুন। যেমনঃ “seo course in Online Earn” দিয়ে গুগলে সার্চ করলে এই কীওয়ার্ড যেই যেই ওয়েবসাইট হুবহু ব্যবহার করেছে, গৃগল তাদের লিস্ট রেজাল্টে প্রকাশ করবে।

 ১৫। নির্দিষ্ট একটি ওয়েবসাইটের নির্দিষ্ট কীওয়ার্ড সম্পর্কিত সকল পোস্ট খুজে বের করাঃ

শুধুমাত্র কোন নির্দিষ্ট একটি ওয়েবসাইট হতে নির্দিষ্ট কীওয়ার্ডের সকল পোস্ট খুজে বের করার প্রয়োজন হয় অনেক সময়। কাজটি খুজে বের করার জন্য গুগল আপনাকে সহযোগিতা করবে।
পদ্ধতিঃ গুগলে গিয়ে সার্চে কীওয়ার্ডটি লিখুন, তারপর একটি স্পেস নিন। তারপর site:domain name লিখে সার্চ করুন।যেমনঃ seo  site:hasnat131.blogspot.com এটা লিখে সার্চ করুন।


ফেসবুক এ FRIEND REQUEST BLOCK হলে Request পাঠানোর নিয়ম

ফেসবুক এ FRIEND REQUEST BLOCK হওয়ার পর আপনার যদি খুব দরকার হয় Request পাঠানোর তাহলে নিচের নিয়মে পাঠাতে পারবেন.

1.যাকে REQUEST পাঠাবেন তার EMAIL ID COLLECT করুন / অথবাসে ফেজবুক Id ফোন নাম্বার দিয়ে খোলে সে নাম্বার collect করুন

2.তারপর এই নিচের লিঙ্কে যান https://www.facebook.com/invite.php

3.প্রথম বক্সে তার Email id অথবা ফোন নাম্বার দিন।

4.দ্বিতীয় বক্সে কিছু বলার থাকলে লিখতে পারেন।

5.এবার invite এ ক্লিক করুন।

Monday, July 29, 2013

যেকোনো মোবাইল ব্র্যান্ড দিয়েই ফেসবুক স্ট্যাটাস আপডেট করুন

কোনো স্মার্টফোন দিয়ে ফেসবুকে স্ট্যাটাস আপডেট করলে নিচে লেখা থাকে কোন সেট থেকে স্ট্যাটাস দেওয়া হয়েছে। যেমন কেউ যদি Iphone5 থেকে স্ট্যাটাস লেখে তাহলে নিচে লেখা থাকে " Via Iphone5 "। এর মাধ্যমে বোঝা যায় এই স্ট্যাটাস Iphone5 এর মাধ্যমে দেওয়া হয়েছে। আপনার কাছে যদি এসব স্মার্টফোন না থাকে তাও আপনি এসব স্মার্টফোন এর মাধ্যমে স্ট্যাটাস আপডেট করতে পারবেন। শুধু স্মার্টফোনই নয় আরও অন্যান্য জিনিস এর মাধ্যমে স্ট্যাটাস আপডেট করে চমকে দিতে পারেন আপনার বন্ধুদের।

তাহলে দেখুন কিভাবে করবেনঃ 

  • প্রথমে এই লিঙ্কে যান ⋙ http://fbstatusvia.com/
  • সেখানে গেলে বিভিন্ন স্মার্টফোন সহ আরও অন্যান্য জিনিস এর নাম দেখতে পারবেন।
  • যে স্মার্টফোন দিয়ে স্ট্যাটাস আপডেট করতে চান সেই নামে ক্লিক করুন।
  • তাহলে একটা POP UP উইন্ডো আসবে। সেখানে এবার ঐ স্মার্টফোন এর নামে আবার ক্লিক করুন।
  • যদি ফেসবুকে লগইন না করা থাকে তাহলে লগইন করে নিন।
  • তারপর একটা বক্স দেখতে পারবেন। সেখানে আপনার কাঙ্ক্ষিত স্ট্যাটাস লিখে Share - এ ক্লিক করুন।
  • ব্যাস হয়ে গেল। আবার আপনার ফেসবুকে গিয়ে দেখুন হয়ে গেছে। 

Thursday, July 18, 2013

USB ক্যাবলের মাধ্যমে নোকিয়া ফোনের ভুলে যাওয়া Security Code দেখে নিন।



আস্-সালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আজ আমি এই গুরত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করব আশা করছি সবাই উপকৃত হবেন
আমরা অনেকেই নোকিয়া ফোন ব্যবহার করে থাকি। অনেক ক্ষেত্রে নিরাপত্তার কারনে সিকিউরিটি কোডের প্রয়োজন হয়। নোকিয়া তে ডিফল্ডভাবে ১২৩৪৫ সিকিউরিটি কোড দেয়া থাকে। যা আমরা অনেকেই জানি। সুতরাং প্রয়োজন হয় সিকিউরিটি কোডটি পরিবর্তন করার
আমরা যারা এই অপশনস্ টা ব্যাবহার করে থাকি, তারা প্রত্যেকেই সিকিউরিটি কোডটি পরিবর্তন করি। কিন্তু বেশ কিছু দিন পর আমরা সেই সিকিউরিটি কোডটি সহজেই ভুলে যাই। তারপর থেকে শুরু হয় সমস্যার। কোডটি রিসেট করতে অথবা ফ্লাস দিতে যেতে হয় বিভিন্ন মোবাইল সার্ভিসিং পয়েন্টে। গুনতে হয় ৫০-৩০০ টাকা বা তারও বেশী
অথচ, কোন টাকা ছাড়াই আপনার পার্সোনাল কম্পিউটারে একটি সফট্ওয়্যার এর মাধ্যমে আপনি সহজেই এই সমস্যাটির সমাধান করতে পারেন। প্রয়োজন শুধু মাত্র একটি সচল নোকিয়া ক্যাবল
আসুন দেখে নেই কিভাবে আপনি উক্ত কাজটি পুরোপুরি সম্পন্ন করবেন:-
প্রথমে আপনি নিচের লিংক থেকে [ANT]-Simple সফটওয়্যারটি ডাউনলোড করে নিন।
ডাউনলোড [ANT]-Simple
আপনার কম্পিউটারে যদি Pc Suite ইনস্টল থাকে, তাহলে Pc Suite এর প্রোগ্রামটি কে Exit করে দিন, এমনকি Taskbar থেকেও
[ANT]-Simple সফটওয়্যারটি ডাউনলোড শেষ হলে এটাকে Extract করে নিন।
এবং Simple.exe ফাইলটি run করান।
এবার Usb ক্যাবল দিয়ে আপনার মোবাইল কে কম্পিউটারের সাথে যুক্ত করুন। মোবাইলে কানেকশন টাইপ কিন্তু Pc Suite মোডে রাখতে ভুলবেন না যেন
যাইহোক, উক্ত প্রোগ্রামের Main ট্যাব থেকে নিচের Check ক্লিক করুন। তারপর আপনার IMEI number and model সম্পর্কে তথ্য সেখানে দেখতে পাবেন।
যদি না দেখতে পান তাহলে বুঝতে হবে আপনার ফোনটি সঠিকভাবে পিসিতে কানেক্ট পায়নি। অন্য কোন Usb Port লাগিয়ে কানেক্ট করুন।
তারপর নিচের চিত্র অনুযায়ী Normal সিলেক্ট করে Get ক্লিক করুন
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjbZN6V7K5-qqSWCo9AjUVRbgHb743RZJALB4Clkk1MMjUYjyPQfSm5BAJUcfXGdksdHX6qXvQv_d1enCYbf4k1RvPJS_ZlXA5Vg94YHUYLDEnVQKd3XvwCJOcShKAIycMVMWn3Zp0QWPU/s1600/1.jpg
এবার Service ট্যাবে ক্লিক করুন। এবং সেখান থেকে User code এর Get ক্লিক করুন ঠিক নিচের চিত্রটির মত করে
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhYrtvxrrdeCUvHEPty5DC7DNWNkIOx2wTPlNfOhQ8ifvcebFMOEaafn_wiybkSNfNlNrYZMmUKWUESp-J_WHC6Z9pQrWettvfSHA-PTfWHsspbx8wi284xyvakfzFjjtB94Yf2JbH_DPE/s1600/2.jpg
তারপর আপনি অপর অংশে আপনার ভূলে যাওয়া সিকিউরিটি কোডটি দেখতে পাবেন।
আশা করছি বিষয়টি বুঝাতে পেরেছি
পরবর্তী কোন এক পোষ্টে Usb এর সাহায্যে কিভাবে আপনার ফোনকে ফ্লাস করবেন সে বিষয়ে আলোচনা করা হবে
কোন সমস্যা হলে কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে ভুলবেন না যেন। ভালো থাকবেন। আল্লাহ্ হাফেজ

Sunday, February 3, 2013

কোন সফটওয়্যার ছারাই কম্পিউটার প্রসেসরের নাম বদলে ফেলুন আজীবনের জন্য

আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি একটি জটিল ট্রিকস নিয়ে এর মাধ্যমে আপনি আপনার কম্পিউটার এর প্রসেসর এর নাম চেঞ্জ করতে পারবেন আজীবনের জন্য। মানে যতবার কম্পিউটার চালু করবেন এই ছোট অ্যাপ্লিকেশানটি স্বয়ংক্রিয় ভাবে খুলে যাবে এবং প্রসেসর এর নাম ও চেঞ্জ হয়ে যাবে। তাহলে পরবর্তীতে কেউ আপনাকে সন্দেহ করতে পারবে না যে আসল প্রসসর এর নাম কি। :p
intel-i7-processors
Step 1:-
Notepad খুলুন।
Step 2:-
নিজের কোডিং নোটপ্যাড এ পেস্ট করুন।
[HKEY_LOCAL_MACHINE\HARDWARE\DESCRIPTION\System\CentralProcessor]
“ProcessorNameString”=”My Processor name 50000MHz

কোডিং এর নিচের লাইনের “My Processor name 50000MHz” লিখাতা বদলে আপনার ইচ্ছে মোট একটি নাম দিন। এবার ফাইলটি ওপেন করলেই প্রসেসর এর নাম চেঞ্জ হয়ে যাবে কিন্তু এটি ক্ষণিকের মানে পিসি রিস্টার্ট দিলে আবার চলে যাবে এবার আসুন এটি আজীবনের জন্য করে ফেলি।
Step 3:-
ফাইলটিকে সেভ করুন anyname.reg দিয়ে। তবে অবশ্যই সেভ করার সময় File Type এর ঘরে All সিলেক্ট করে নিবেন।
Step 4:-
Run এ গিয়ে regedit / S “Location of the .reg file” টাইপ করে এন্টার দিন।
যেমনঃ regedit /S “C:\Processor Name.reg”
Step 5:-
এবার ফাইলটি কপি করুন।
Step 6:-
এখানে গিয়ে অই ফাইলটি পেস্ট করুন C:\Documents and Settings\All Users\Start Menu\Programs\Startup এখানে
অথবা
C:\Users\ User-Name\AppData\Roaming\Microsoft\Windows\Start Menu\Programs\Startup এখানে
Step 7:- 
এবার কাজ শেষ সিস্টেম প্রপারটিজ থেকে দেখুন আপনার কম্পিউটার প্রসেসর এর নাম বদল হয়ে গেছে।

মাউসের রাইট মেনুতে নিজের নাম অথবা অ্যাপ্লিকেশান যুক্ত করুন

সালাম সবাইকে আসা করি সবাই ভালো আছেন। আজকে একটি পুরনো টিপস নিয়ে হাজির হয়েছি। আপনি চাইলে খুব সহজে মাউসের রাইট ক্লিক মেনুতে যুক্ত করতে পারেন নিজের নাম অথবা যে কোন অ্যাপ্লিকেশান। এটি আসলে খুব কাজের একটি ট্রিকস কারন মাউসের রাইট পাশে বিভিন্য অ্যাপ্লিকেশান যুক্ত থাকলে দ্রুত কম্পিউটার পরিচালনা করতে পারবেন।
9739878_orig

শুরু করি


1. যে কোন অ্যাপ্লিকেশান অথবা নিজের নাম যুক্ত করা।
নিজের কোডিং গুলো নোটপ্যাড এ কপি করে সেভ এস সেভ করুন anyname.reg
Windows Registry Editor Version 5.00
[HKEY_CLASSES_ROOT\CLSID\{20D04FE0-3AEA-1069-A2D8-08002B30309D}\shell\Registry Editor]
@=”এখনাএ নিজের নাম অথবা অ্যাপ্লিকেশান এর নামটি দিন”
[HKEY_CLASSES_ROOT\CLSID\{20D04FE0-3AEA-1069-A2D8-08002B30309D}\shell\Registry Editor\command]
@=”এখানে সফটওয়্যার এর লোকেশন দিন”
For eg.C:\Program Files\Yahoo!\Messenger\messenger.exe
এবার সেভ করা হয়ে গেলে ফাইলটি ওপেন করলেই কাজ শেষ।
মাউসের রাইট মেনুতে Control Panel অ্যাপ্লিকেশান যুক্ত করা।
[HKEY_LOCAL_MACHINE\SOFTWARE\Classes\CLSID\{20D04FE0-3AEA-1069-A2D8-08002B30309D}\shell\Control Panel\command]
@=”rundll32.exe shell32.dll,Control_RunDLL”
Add/Remove অ্যাপ্লিকেশান যুক্ত করা।
[HKEY_CLASSES_ROOT\CLSID\{20D04FE0-3AEA-1069-A2D8-08002B30309D}\shell\Add/Remove\command]
@=”control appwiz.cpl”
Reboot অপশন যুক্ত করা।
[HKEY_CLASSES_ROOT\CLSID\{20D04FE0-3AEA-1069-A2D8-08002B30309D}\shell\[Reboot]\command]
@=”shutdown -r -f -t 5″
Shutdown অপশন যুক্ত করা।
[HKEY_CLASSES_ROOT\CLSID\{20D04FE0-3AEA-1069-A2D8-08002B30309D}\shell\[Shutdown]\command]
@=”shutdown -s -f -t 5″
প্রতি ফাইল নোটপ্যাড এ সেভ করুন যে কোন নাম দিয়ে এবং সেভ শেষ হলে সেটি ওপেন করলেই কাজ হয়ে যাবে এবং দেখতে পারবেন।

Thursday, January 24, 2013

Song By J.gangstaZ (Raper)

Track name- Nacho Bala


artists-J.gangstaZ


1ST VRS-Mc JOhn
2nd vrs-miZta raCKzz


mixing & masterinG -SHS shrabon vc( logical crew


  

Comment : Joss Song Please 1 Time Try

                

                                  Download This Song


আপনি নিজে আপনার মোবাইল চোর ধরুন খুব সহজে

সবাইকে আমার সালাম জানিয়ে শুরু করলাম আমার পোস্ট।মনে করুন আপনার মোবাইল ফোনটা

চুরি হয়ে গেছে।যে আপনার মোবাইল করে নিয়ে গেছে তার কিছুইকরতে পারবেন না? শুধুমাত্র বসে থাকবেন?

আরে ভাই সেই দিন তো এখন আর নেই।আপনি ইচ্ছা করলে তার অনেক কিছুই করতে পারবেন। এজন্য আপনাদের একটা সফ্টওয়্যারটা মোবাইলে ইনস্টল করা থাকতে হবে। এখান থেকে ডাউনলোড করুন।

ইনস্টল করে এন্টি লস্ট এ ঔকে করুন।তারপর আপনার পরিবারের বা বন্ধুর মোবাইল নাম্বর প্রবেশ করান।

আপনার মোবাইলে যতবার সিম পরিবর্তন করা হবে ততবার আপনার দেওয়া মোবাইলে চোরের নাম্বার থেকে

এস এম এস যাবে। প্রমাণ চাইতে চাইলে ইনস্টল করে সিম পরিবর্তন করে দেখুন।

ভাল লাগলে জানাবেন। সমস্যা হলে আমি তো আছিই। পোস্টটি ভাল লাগলে কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের ভাললাগা পরবর্তী পোস্ট করতে অনুপ্রেরণা জাগাবে।

sim লক হয়ে গেছে?

sim লক হয়ে গেছে?


অর্থাত্ sim লাগালে security code খুজতেচে?
কি করবেন?

 

 


ডাক্তারের ...? না এবার
নিজেই নিজের মোবাইল ঠিক
করুন শুধু একটা কোড দিয়
আপনর মোবাইলে*2767*28 -78#
এই কোডটি চাপুন. এবার
মোবাইলটি restart নিবে.
মোবাইলটি অন হলে যদি security code এর
কোন option আসে তাহলে আপনার ইচ্ছা মত যে কোন কোড
দিতে পারেন অথবা 0000(জিরো)
দিয়ে দিন যতবার কোড খুজবে ততবার
এক>ই সংখ্যা দিন.
*2767*2878#এই কোড
এ কাজ না হলে *2767*3855# এই
কোডটা দিয়ে দেখুন.